Skip to main content

বলিউড অভিনেত্রী সারার সাথেই প্রেমের সাম্পান ভাসিয়েছেন শুভমন গিল? 

বলিউড অভিনেত্রী সারার সাথেই প্রেমের সাম্পান ভাসিয়েছেন শুভমন গিল? 

ক্রিকেটের সঙ্গে বলিউডের মেলবন্ধন নতুন নয়। বলিউডের লাস্যময়ী অভিনেত্রীদের উষ্ণতায় এর আগেও মুগ্ধ হয়েছেন ২২ গজের বহু তারকা। সেই ৯০ দশক থেকে শুরু করে এখনও সংবাদ শিরোনামে আসে বলিউডক্রিকেটের প্রেমের সম্পর্ক। এখনও পর্যন্ত বলিউডের সর্বশেষ জামাই হয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার লোকেশ রাহুল। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী সারা আলী খান এর সাথে প্রেমের সাম্পান ভাসিয়েছেন ভারতের  তরুণ ক্রিকেটার শুভমন গিল।

সারা আলী খানের সঙ্গে শুভমন গিলের প্রেমের গুঞ্জন আজকের নয়। যদিও তাদের কেউই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু বিষয়টিকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ বলিউডের প্রতি ক্রিকেটের আকর্ষণ আজকের নয়। সম্প্রতি এক ভিডিও এই গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুন। যা নিয়ে নেট পাড়ায় চলছে তুমুল আলোচনা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একই হোটেল থেকে বেরিয়ে আসছেন সারাশুভমন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, একটি হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে ধরা পড়েন সারা। পরনে ছিল একটি গোলাপি রঙের টপ। আর সেখান থেকেই বেরিয়ে যেতে দেখা যায় শুভমনকে। শুভমনের হাতে একটি লাগেজও ছিল। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন।  

সারাশুভমনের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তসমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন। এক ভক্ত লিখেছেন, ” ক্রিকেটের সঙ্গে বলিউডের বন্ধন অনেক পুরোনো। নব্বই দশকেরও আগে থেকে এই সম্পর্ক গড়ে উঠছে। বলিউডের সঙ্গে ক্রিকেট মিশে গেছে অবিচ্ছেদ্য ভাবে। আর তাই মাঝে মাঝেই বিভিন্ন সম্পর্কের খবরও বেরিয়ে আসে হুট করে।আবার এক ভক্ত লিখেছেন, ” দিল্লির কোনো একটি ক্যাফেতেআমার এক বন্ধুতাদের একসঙ্গে দেখেছে।ওই ভক্তের দাবি, তিনি এটা মজা করার জন্য বলেননি।

ক্রিকেট পাড়ায় এখন চলছে ভালোবাসার মৌসুম। সম্প্রতি ভারতের লোকেশ রাহুল ছাড়াও ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছেন বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটারও। এইত কিছুদিন আগে ফেব্রুয়ারিতে  বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি। এবার কি তাহলে ২৩ বসন্ত পার করা শুভমন ২৭ বছর বয়সী সারাকে মন দিয়েই দেবেনসারা বয়সে বড় হলেও প্রেম কি আর সে বাঁধা মানবে

অবশ্য এর আগে শচীন কন্যা সারা টেন্ডুলকার এর সঙ্গেও শুভমন গিলের প্রেমের সম্পর্ক নিয়ে হইচই কম হয়নি। যদিও সেই ব্যাপারে দুজনের মুখ খোলেননি কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এটা নিয়ে কম চর্চা করেননি।নিজের ক্রিকেট ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার এর সেঞ্চুরির সংখ্যা ১০০ টি। শুভমন সেঞ্চুরি করার পর অনেকেই মজা করে লিখেছেন টেন্ডুলকার পরিবারের আরেকটি সেঞ্চুরি। তবে সারা আলী খানের সাথে শুভমন গিলের এই প্রেমের গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তবে ধরা দেয় কিনা সেটা হয়ত সময়েই বলবে।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...