প্রায় ১৫ বছরে ২য় বার কোন সিনিয়র ক্রিকেটার ছাড়াই জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। দলে নেই সাকিব, তামিম, মুশফিকরা। সোহানের ইনজুরিতে রিয়াদ অবশ্য পরে দলে ডাক পেয়েছেন।
তাই জিম্বাবুয়েতে টি২০ সিরিজে গত কয়েক বছরে যারা নিয়মিত তাদেরই দায়িত্ব নিতে হবে। অবশ্য এ নিয়ে আফিফকে তেমন একটা চিন্তিত বলে মনে হচ্ছেনা। কেবল নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চান আফিফ। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নিজেই।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টিং ক্লাবে অনুশীলনের ফাকে সাংবাদিকদের সাথে আলাপকালে আফিফ বলেন, “আমি বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি। আমার ভুমিকা সঠিকভাবে পালন করতে চেষ্টা করি। আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। দিনশেষে যেন আমি বলতে পারি আমি আমার শতভাগ দিয়েছি।“
জিম্বাবুয়েতে টি টোয়েন্টি আর ওয়ানডেতে আফিফের ভূমিকা কি হবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে লোয়ার মিডল অর্ডারে দেখা গিয়েছিল। আবার মিডলঅর্ডারে ৪ এ নেমেই ৩৮ বলে ৫০ করে ছিলেন তিনি। যদিও আগের সিরিজ নিয়ে কথা বলতে চাননি আফিফ।
সামনের সিরিজে বড় ইনিংস খেলার ব্যাপারে জানতে চাইলে আফিফ বলে ” আমি কখনো এত বড় করে ভাবিনি যে সামনে কি আছে।আমি বর্তমান নিয়েই চিন্তা করতে চাই ভাল করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। “
গতবছর জুলাইয়ে জিম্বাবুয়ের সাথে ওয়ানডে ও টি২০ সিরিজ জেতে বাংলাদেশ। এবারও তাদের একেই লক্ষ্য বলে জানান আফিফ। তিনি বলেন ” সিরিজ নিয়ে পরিকল্পনা অবশ্যই জেতার। আমরা চেষ্টা করব এখানে যেন সিরিজ জিততে পারি।“