ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ৫ জুন জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে ম্যাচ দিয়েই সিরিজ দিয়েই শুরু হবে। দ্বিপাক্ষিক এই সামনে রেখে দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আসন্ন সিরিজের টি-টোয়েন্টি দলে থাকছেন না আফগানদের দুই শক্তিশালী স্পিনার মুজিব উর রহমান ও কাইস আহমেদ। ওয়ানডে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিমানে চড়বেন মুজিব। কারণ, ইংল্যান্ডের ঘরোয়া টুর্ণামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিবেন। তাই টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান নি মুজিব ও কাইস। তবে, দলের সাথে থেকে দুটি সিরিজেই খেলবেন বিশ্ব মাতানো লেগ স্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে মুজিব ও কাইসের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ইহসানউল্লাহ জানাত ও নূর জানাত।
আফগানদের ওয়ানডে স্কোয়াড :
হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাঈ, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখেইল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাঈ ও জিয়া উর রহমান।
আফগানদের টি-টোয়েন্টি স্কোয়াড :
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রশিদ খান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাঈ, দারউইশ রাসুলি, ফরিদ আহমাদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, নিজাত মাসুদ, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, শরাফউদ্দিন আশরাফ ও উসমান গনী।
স্ট্যান্ডবাই খেলোয়াড় : নূর আহমেদ ও নিজাত মাসুদ।