BJ Sports – Cricket Prediction, Live Score

ফ্যাবিয়ান অ্যালেনের চোটে উইন্ডিজ স্কোয়াডে জায়গা করে নিল আকিল হোসেন

গোড়ালির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ব্যাটিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। তার পরিবর্তে ১৫ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে রিজার্ভ দলে থাকা আকিল হোসেন।

টি-টোয়েন্ট বিশ্বকাপের ১৫ সদস্যর দলে কোনো পরিবর্তন আনতে গেলে আইসিসির বিশ্বকাপ ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। সেই অনুমোদন পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। আজ ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে।

স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকাতে নতুন করে বায়ো-বাবলের ঝামেলা পোহাতে হবে না আকিলকে। ২৬ বছর বয়সী এই স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২১ এ ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনিল নারাইনের সঙ্গে মাঠে আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টে তিনি ১৩টি উইকেট শিকার করেছিলেন, যেখানে তাঁর ইকোনমি রেট ছিল ৪.৯২! মূলত তাঁর এই পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে।

বাঁ-হাতি স্পিনার আকিল এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সর্বশেষ তিনি আগস্টে পাকিস্থানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এদিকে, রিজার্ভ দল থেকে মূল দলে চলে আসায় আকিলের পরিবর্তে সেখানে গুদকেশ মতিকে নেয়া হয়েছে। তিনি এই বছর সিপিএল এ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেললেও এখনও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

ক্রিকেটে বিশ্বের আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন!

Exit mobile version