BJ Sports – Cricket Prediction, Live Score

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন অলোক কাপালি

Alok Kapali

অলোক কাপালি

একটা সময় জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন।২০০৩ সালের ২৯ আগস্ট পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।  সেই একেই তারিখে ২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেন জাতীয় দলের সাবেক লেগ স্পিন অলরাউন্ডার অলোক কাপালি। 

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তার বিদায় নেওয়ার বিষয়টি  ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করেছেন অলোক নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “তরুণদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দিতে এবং পরিবারকে সময় দিতে আমার  এই সিদ্ধান্ত।”

তিনি আরও লিখেছেন, “২০০০-২০০১ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, খেলেছি।  এই দীর্ঘ পথচলায় যারা সহায়তা করেছেন, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

২০০২ সালে বাংলাদেশ  জাতীয় দলে ডাক পান তিনি। ১৭ টেস্টে দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ৫৮৪ রান। উইকেট নিয়েছেন ৬ টি। এছাড়া দেশের হয়ে ৬৯ টি ওয়ানডে এবং ৭ টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিলেও  সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন অলোক। 

বৃহত্তর সিলেটের ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রত্যাশাও রয়েছে এই ক্রিকেটারের।

Exit mobile version