সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি)। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা নামল প্রথম আসরের। প্রায় মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জিতেছে গালফ জায়ান্টস। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে, ফাইনাল ম্যাচে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি গালফকে। অনেকটা হেসেখেলেই ডেসার্ট ভাইপার্সকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে গালফ।
রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইএলটির ফাইনালে মুখোমুখি হয় ডেসার্ট এবং গালফ। যেখানে টসে জিতে ডেসার্টকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় গালফ। পরিকল্পনা অনুযায়ী প্রথম থেকেই ডেসার্ট ব্যাটসম্যানদের চেপে ধরেছে গালফের বোলাররা। কার্লোস ব্রাথওয়েটের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ। ৩ উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ফাইনালে জয়ের পর নিজেকে নিয়ে নয়, বরং তার সতীর্থ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাথওয়েট। তিনি বলেন, ” আমি সত্যিই অনেক খুশি। আমার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ। এই দল নিয়ে আমি গর্বিত। আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য, ম্যানেজমেন্ট এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ। এই রাতটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবার জয়োৎসব করার পালা। “
বিশ্বজুড়ে এত এত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ, তারমধ্যে আইএলটিকে সবার উপরে রাখছেন ব্রাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের তারকা এই ক্রিকেটার বলেন, ” আইএলটি এক কথায় দুর্দান্ত একটি টুর্নামেন্ট। যদিও অনেকেই এই লিগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আইএলটিতে আমি কিছুর ঘাটতি দেখিনি। খেলার মান কিংবা প্রযুক্তিগত দিক থেকে ত্রুটি, কোনোটাই চোখে পড়েনি এই লিগে। “
উল্লেখ্য, বিশ্বের প্রায় সব দেশের দেখাদেখি নিজেরাও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে প্রবেশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আইএলটি তাদের প্রথম টুর্নামেন্ট। আর এই আসরকে সুন্দর ও জমজমাট করে তুলতে, গাটের পয়সা খরচ করেছে দেশটি। মোটা অংকের পারিশ্রমিক দিয়ে নিয়ে আসে বিশ্বের নামকরা সব ক্রিকেটার। এছাড়া অন্যান্য আয়োজনের দিক থেকেও নিজেদের সাধ্যমতো দিয়েছে দেশটি। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছায় ভাসছে গালফ। সেই সাথে সফল ভাবে সবকিছু আয়োজন করায় শুভেচ্ছায় ভাসছে আয়োজক দেশও।