Skip to main content

প্রতিদিন দুই ডজন ডিম খান হারিস রউফ

প্রতিদিন দুই ডজন ডিম খান হারিস রউফ

বরাবরই পেস বোলার তৈরির কারখানা হিসেবে পরিচিত পাকিস্তান। যুগে যুগে একের পর এক পাকিস্তানি পেসার বিশ্ব শাসন করে আসছেন। সেকালের ওয়াসিম আকরাম কিংবা বর্তমানের শাহিন শাহ আফ্রিদি, ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম। তারমধ্যে বর্তমান সময়ে ত্রাস সৃষ্টিকারী আরেক পেসার হারিস রউফ। নেট বোলার থেকে বিশ্বতারকা হওয়ার মাঝে, অভিনব এক গল্পও আছে তার।

ক্রিকেটে পারফর্ম করার অন্যতম শর্ত  খেলোয়াড়দের ফিটনেস। আর সেই ফিটনেস ঠিক রাখতে, একেকজনের একেক রুটিন দেখা যায়। এবার রউফ জানালেন, ফিটনেস ঠিক রাখতে প্রতিদিন ২৪টি করে ডিম খান তিনি। নিয়ম করে সকালে ৮টি, দুপুরে ৮টি এবং রাতে ৮টি ডিম খাওয়ার অভ্যাস করেছেন অনেক আগে থেকেই। রউফ এই নিয়ম শিখেছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদের কাছ থেকে।

নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাতকারে বিস্ময়কর এই তথ্য দেন রউফ। তিনি বলেন, ” আমি যখন প্রথম ক্রিকেট একাডেমীতে যাই, তখন আমার ঘরটি যেন ডিম দিয়ে ভর্তি ছিল। মনে হয়েছে আমি কোনো পোল্ট্রি খামারে ঢুকে পড়েছি। উনি (জাভেদ) আমাকে বলেছেন, উচ্চতার সঙ্গে আমার ওজনের সমন্বয় রাখতে। এরপর থেকেই তার পরামর্শে ডিম খাওয়া শুরু করি।

অবশ্য জাভেদ সেই পরামর্শ দেওয়ার যথাযথ কারণও আছে। রউফ যখন একাডেমীতে যান, তখন তার ওজন ছিল ৭২ কেজি। যা তার উচ্চতার সঙ্গে মোটেই মানানসই নয়। এরপর ফিটনেস নিয়ে সচেতন হয়েছেন এই পেসার। পরবর্তীতে উচ্চতার সঙ্গে সমন্বয় করে ওজন বাড়ান তিনি। বর্তমানে রউফের ওজন ৮২ কেজি। অবশ্য ফিটনেসের পরিবর্তন এনে, মাঠের খেলায় বেশ সুফলও পেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রউফ। এরপর থেকে পাকিস্তানের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলে, উইকেট শিকার করেছেন ২৯টি। এছাড়া ৫৭টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার ঝুলিতে আছে ৭২টি উইকেট। বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন পাকিস্তানি পেসার। দেশটির বোলিং বিভাগের অন্যতম কান্ডারীও হয়ে উঠেছেন তিনি।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...

SA20 কিংবদন্তি: SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক

SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক SA20 কিংবদন্তি! SA20 লিগ দ্রুতই ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর টি২০ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের সাথে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলোর বৈশ্বিক আকর্ষণ মিশিয়ে, SA20...

বিবিএল বনাম আইপিএল | কিভাবে বিবিএল ২০২৪-২৫ সিজনকে আলাদা করে তোলে | সিজনের বৈশিষ্ট্য

বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সংক্ষিপ্ত বিবরণ বিগ ব্যাশ লিগ (বিবিএল) 20১১ সালে চালু হয়েছিল, যা ভক্তদের উত্তেজিত করার জন্য ডিজাইন করা একটি সংক্ষিপ্ত, দ্রুততর...