ক্রিকেটের জন্য নতুন বছরটা শুরু হয়েছে নাচ দিয়ে। মাঠে ক্রিকেটাররা উদযাপনে নাচের সমাহার নিয়ে হাজির। তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর জনপ্রিয় গান ‘শ্রিভাল্লি’তে আল্লু অর্জুনের নাচে মজেছেন সবাই। এরপর সেই নাচ ছড়িয়ে পড়ে ক্রিকেটেও। যার শুরুটা করেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অসংখ্য ম্যাচে সেই নাচ উদযাপন করেছেন। অনেকে তো রসিকতা করে বিপিএলকে ‘বাংলাদেশ পুষ্পা লিগ’ বলেও সম্বোধন করেছেন। তবে ক্রিকেট মাঠে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না সেটা। মোহাম্মদ আমিরের মাধ্যমে আবারো ফিরে এলো ‘শ্রিভাল্লি’।
পাকিস্তানের বাঁহাতি পেসার এখন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট নিয়ে ব্যস্ত। স্বদেশী পেসার নাসিম শাহ’র বদলে গ্লস্টারশায়ারের হয়ে খেলছেন আমির। যেখানে ১৭ জুন সমারসেটের বিপক্ষে অভিষেক উইকেট নিয়ে ভিন্নধর্মী এই উদযাপন দেখালেন আমির। ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৫ রান খরচায় মোট ২ উইকেট নিয়েছেন তিনি।
বাইশ গজে ফিরেই নিজের চেনা রূপ দেখাতে বেশ সময় লাগেনি আমিরের। ওভারের মাত্র তৃতীয় বলেই আউট করেছেন উইল স্মিথকে। দলের সতীর্থরা যখন উদযাপন করতে আসছেন, তখনই ‘পুষ্পা’র মুদ্রা দেখালেন আমির। আমিরের সেই উদযাপনের ভিডিও টুইটারে শেয়ার করেছে গ্লস্টারশায়ার।
এরপর ম্যাচের ১৮ তম ওভারে বল করতে এসে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান আমির। অবশ্য আমির ভালো করলেও ১৮৪ রান তুলে ফেলেছে সমারসেট। জবাব দিতে নেমে ১৭৭ রানে আটকে যায় গ্লস্টারশায়ার। এদিকে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবারই প্রথম বাইশ গজে ফিরলেন আমির।