BJ Sports – Cricket Prediction, Live Score

পুরুষ ও মহিলা উভয় দলের পাকিস্তান সফর বাতিল করল ইসিবি

সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিজেদের উভয়ই দলের পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানে ভ্রমণের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথা উল্লেখ করে, ‘তাঁরা আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছে বলে জানিয়েছে।‘ নিরাপত্তা হুমকির কারণে দেখিয়ে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট দল তাদের সীমিত ওভারের পাকিস্তান সফর প্রত্যাহারের মাত্র ৩ দিন পর এই ঘোষণা দিল ইসিবি।

আনুষ্ঠানিক বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের ভবিষ্যৎ সফর সূচির অংশ হিসেবে পাকিস্তানে খেলার ব্যাপারে ইসিবির দীর্ঘদিনের প্রতিশ্রুতি ছিল। চলতি বছরের শুরুতেই আগামী অক্টোবরে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তানে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছিল বোর্ড।

ইসিবি আরও বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের একটি সফরও করতে রাজি হয়েছিল বোর্ড। ফলশ্রুতি, চলতি সপ্তাহে পাকিস্তানে ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের অতিরিক্ত এই ম্যাচগুলো নিয়ে আলোচনায় বসেছিল ইসিবি। তবে অনিচ্ছা থাকা সত্ত্বেও বোর্ড দুই দলের অক্টোবরের সফর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে দেশটিতে সর্বশেষ সফরের পর নিরাপত্তার কারণেই বিরত ছিল ইংল্যান্ড। তবে ২০২২ সালে পূর্ব নির্ধারিত সফরে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক বার্তাই দিয়েছে ইসিবি।

বিবৃতিতে ইসিবি লিখেছে, তারা বুঝতে পেরেছে এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য বড় ধরনের হতাশা, পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। গত দুই গ্রীষ্মে ইসিবির প্রতি পিসিবির সমর্থন বন্ধুত্বের অনেক বড় একটি প্রদর্শন। পাকিস্তান ক্রিকেটে এর প্রভাবের জন্য ইসিবি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ২০২২ সালে ইসিবির মূল সফর পরিকল্পনা সচল থাকবে। 

বিশ্ব ক্রিকেটে আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন! 

Exit mobile version