ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, চলমান আইপিএল এবং আসন্ন টি20 বিশ্বকাপ ২০২১ এর ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইংলিশ অল-রাউন্ডার স্যাম কুরান। আইপিএল ২০২১ এ গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলার সময় পিঠে ব্যাথা অনুভব করেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় কারান।
স্যাম কারেনের বদলি হিসেবে ইংল্যান্ড দলে ডাক পেয়েছে তাঁরই ভাই টম কারান। আগে থেকেই রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন টম কারান। এখন টম কারানের জায়গায় রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে আরেক পেসার রিস টপলিকে।
স্যাম কারানের ব্যাথা অনুভূত হওয়ার পরই ম্যাচ শেষে তাঁর স্ক্যান করানো হয়, যেখানে তাঁর পিঠে চোট ধরা পড়ে। আগামী দুই-এক দিনের মধ্যেই কারানকে ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইসিবি। সেখানে ইসিবি এর মেডিকেল টিম কারানকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন এবং এরপর তারা বলতে পারবেন, এই উদীয়মান অলরাউন্ডারকে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই দুই সেরা খেলোয়াড়কে হারিয়েছে ইংল্যান্ড। মানসিক অবসাদের কারণে খেলবেন না অল-রাউন্ডার বেন স্টোকস এবং চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন পেসার জফরা আর্চার। এবার স্যাম কুরানের ইনজুরি তাদের দলের হতাশা নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিলো। দারুণ ব্যাটিং এবং বোলিংয়ে যোগ্যতা ছিল স্যাম কারানের। যে কারণে একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ড দলে তিনি জায়গা পেয়েছিলেন।
ইংল্যান্ড দলের যেসব সদস্য আইপিএল ২০২১ এ খেলছেন না, তাঁরা গতকালই মাসকাটে বিশ্বকাপ ক্যাম্পে পৌঁছে গেছেন। ১৬ অক্টোবর পর্যন্ত ওমানেই থাকবেন তাঁরা। এরপর দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে এউইন মরগানের দল। ২৩ অক্টোবর গতবারের রানার্সআপ ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ মাধ্যমে এবারের আসর শুরু করবে।
টি20 স্কোয়াড: এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড মালান, স্যাম বিলিংস, আদিল রশিদ, টম কারান, ডেভিড উইলি, লিয়াম লিভিংস্টোন, মার্ক উড, টাইমাল মিলস, জেসন রয় এবং ক্রিস ওকস
রিজার্ভ: লিয়াম ডসন, রিস টপলি এবং জেমস ভিন্স
ক্রিকেটের সকল নতুন খবরের জন্য Baji -র সাথেই থাকুন!