BJ Sports – Cricket Prediction, Live Score

পিএসএল বিশ্বের দ্বিতীয় সেরা লিগ : নাজাম শেঠি

পিএসএল বিশ্বের দ্বিতীয় সেরা লিগ : নাজাম শেঠি

বিশ্বের সেরা টি – টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ আইপিএল – এ বিষয়ে বিতর্ক না হলেও বিতর্ক হয় আইপিএলের পর কোন লিগ সেরা সেটা নিয়ে। বিপিএল, সিপিএল, পিএসএল লিগগুলোর মধ্যে এ নিয়ে কথার প্রতিযোগিতা লেগেই থাকে। এবার পাকিস্তান প্রিমিয়ার লিগকে ( পিএসএল ) দ্বিতীয় সেরা লিগ দাবি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। 

বিপিএল, বিগব্যাশ, এসএ টি টোয়েন্টির মতো ফ্র‍্যাঞ্চাইজিগুলোর খেলা প্রায় কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়েছে চলতি মৌসুমে। আর তাই সেখানে তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে প্রতিযোগিতাটাও কম হয়নি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠির দাবি পিএসএলের সঙ্গে এই ফ্র‍্যাঞ্চাইজিগুলো প্রতিযোগিতায়  পেরে উঠত না বলেই পিএসএলের আগে শুরু করেছে। 

এর আগেও পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই পাকিস্তান প্রিমিয়ার লিগকে দ্বিতীয় সেরা লিগ দাবি করেছেন। সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠিও একই কথা বললেন। তিনি বলেন, ” অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিন আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগ আমাদের আগে শুরু করেছে। কারণ তারা জানত, পিএসএলের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। এতেই বোঝা যাচ্ছে, আমাদের পিএসএল এগিয়ে যাচ্ছে। ”

ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে প্রথম সারির ক্রিকেটারদের পছন্দ আইপিএলের মতো সেরা লিগ। নাজাম শেঠি চাইছেন পিএসএলকে আরও শক্তিশালী করা, যাতে বিশ্বের সেরা ক্রিকেটারদের প্রথম পছন্দ হয় পিএসএল খেলা। শেঠি আরো বলেন, ” আমাদের লক্ষ্য পিএসএলকে আগের চেয়ে বড় ও শক্তিশালী করা। এটিকে বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের প্রথম পছন্দে পরিণত করতে চাই। ”

বিপিএল, বিগব্যাশ লিগগুলো চলতি মৌসুমে শুরু হয়ে এখন শেষের দিকে। কিন্তু পিএসএল শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে গ্রুপ পর্ব শেষ হবে ১২ মার্চ। এরপর ১৫, ১৬ এবং ১৭ মার্চ হবে প্লে অফের  লড়াই। ১৯ মার্চ হবে আসরটির ফাইনাল। চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।  রাওয়ালপিন্ডিতে পিএসএল ২০২৩ এ সর্বাধিক সংখ্যক গেম আয়োজন করবে। এখানে মোট ১১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Exit mobile version