পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর মান দিনের পর দিন বাড়ছে। যে কারণে গোটা বিশ্ব থেকে খেলোয়াড়দের অংশগ্রহনের আগ্রহটাও বাড়ছে। এবারের আসরে খেলার জন্য নাম দিয়েছে দুইশরোও বেশি ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশ থেকে পিএসএল ড্রাফটে নাম আছে মোট ২৮ জন ক্রিকেটারের।
পিএসএলের ড্রাফটে থাকা ক্রিকেটারের সংখ্যা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ নাম ঘোষণা করেনি তারা। যদিও কয়েকদিন আগে বেশকিছু ক্রিকেটারের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেখানে ছিল বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মাহেদি হাসান এবং এবাদত হোসেন।
২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটার আছেন ইংল্যান্ড থেকে, মোট ১৩৯ জন। শ্রীলংকা থেকে ৬০ জন, আফগানিস্তান থেকে ৪৩ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ২৫ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৮ জন, অস্ট্রেলিয়া থেকে ১৪ জন, জিম্বাবুয়ে থেকে ১১ জন, আয়ারল্যান্ড থেকে ৯ জন এবং নিউজিল্যান্ড থেকে আছেন ৬ জন।
এদিকে পিএসএলে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে সাকিব, তামিম এবং রিয়াদের। যে কারণে এবারের আসরেও দল পাওয়ার দৌঁড়ে ভালোভাবেই এগিয়ে থাকার কথা সাকিবদের। নতুনদের মধ্যে দল পাওয়ার জোর সম্ভাবনা থাকছে তাসকিন এবং লিটনের। কারণ, সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার।