পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একেকটি আসর শেষ হওয়ার সাথে সাথে, লিগের মানটাও উপরের দিকে যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, লিগে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোও। আর এই টুর্নামেন্টের অন্যতম দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু দীর্ঘদিন ধরে টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পাচ্ছে না দলটি। তাই তো অষ্টম আসরে এসে, নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মাঠে নামছে কোয়েটা। আগের বারের তুলনায় এবার বেশ পরিকল্পনা করেই এগিয়েছি দলটি। শিরোপা জিততে দলে ভিড়িয়েছে তারকা খেলোয়াড়দেরকেও।
এবারের পিএসএল শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। অন্য সব দলের মতো, এখন শেষ মুহুর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত কোয়েটা গ্লাডিয়েটর্স। এবারের আসরের জন্য যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কোয়েটা। বরাবরের মতো এবারও কোয়েটাকে নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। সফল এবং পরীক্ষিত এই অধিনায়কের হাত ধরে, ২০১৯ সালের পর পুনরায় শিরোপা জয়ের উদ্দেশ্যে মাঠে নামতে হচ্ছে প্রস্তুত দলটি।
এবারের আসরের জন্য তারকা সব বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে কোয়েটা। টপ অর্ডারের শক্তি বাড়িয়েছে মার্টিন গাপটিল এবং জেসন রয়ের উপস্থিতি। এছাড়া বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলবেন দলটির হয়ে। বিশেষ করে ভয়ঙ্কর লেগস্পিনে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন এই শ্রীলংকান তারকা। সঙ্গে আছেন নাভিন উল হকের মতো পেসার। সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ দলই হয়েছে কোয়েটা।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কোয়েটার জন্য সবচেয়ে বড় ট্রাম্পকার্ড হতে পারেন ইফতিখার আহমেদ। বর্তমানে ভালো ছন্দেও আছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। কিছুদিন আগেই খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। যেখানে মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে, টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম শতকের দেখাও পেয়েছেন তিনি। পিএসএলের প্রস্তুতি ম্যাচেও ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন ইফতিখার।
সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও আছেন কোয়েটায়। প্রয়োজনের মুহূর্তে যেমন বল হাতে অবদান রাখতে পারেন, তেমনি লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। এছাড়া বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন তরুণ পেসার নাসিম শাহ। বর্তমানে তিনিও আছেন ভালো ফর্মে। গত এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত, ব্যাটসম্যানদের জন্য ত্রাসের নাম নাসিম। এখন শুধু তারকা সমন্বয়ে গড়া দলটার জ্বলে ওঠার অপেক্ষা।