প্রথম বারের মত বাবর আজমদের সাথে ৭ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন পাকিস্তান সফরে । ইংল্যান্ড দলের সব সদস্যদের জন্য এটি নতুন অভিজ্ঞতা। তবে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানের একমাত্র পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে আগে থেকেই। মালান এর আগে পিএসএলে দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
তার এই অভিজ্ঞতা ইংল্যান্ডের কাজে দিবে বলে আশা করেন তিনি। সাক্ষাৎকারে মালান বলেন,” আমাদের প্রায় সবাই এবার প্রথম এসেছে পাকিস্তানে। অন্যরা দু–এক বার এসেছে। তাই উইকেট ও কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে হবে। চেষ্টা করছি, যারা প্রথম এসেছেন, তাদের যতটা সম্ভব পরামর্শ দেয়ার। পাকিস্তানের বিপক্ষে খেলা বরাবরই চ্যালেঞ্জের। এবারের সফরটাও তেমনই হবে।“
উল্লেখ্য ৭ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের ২য় ম্যাচ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই প্রথম আইসিসির দুই পূর্ন সদস্যের দেশ ৭ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুই দলেই এই সিরিজকে প্রাধান্য দিচ্ছে।