BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২০ ডিসেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (৩য় টেস্ট)

PAK vs ENG

পাকিস্তান বনাম ইংল্যান্ড (তৃতীয় টেস্ট)

তৃতীয় দিন শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল করাচি টেস্টেও হারের মুখ দেখছে পাকিস্তান। শুধু দেখার ছিল, ইংল্যান্ড জয় পেতে কতটা সময় নেয়। চতুর্থ দিনে খেলা শুরুর মাত্র ৩৮ মিনিট আর ৬৭ বল খরচ করেই জয় পেয়ে যায় ইংল্যান্ড। তাতে নিজেদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হল পাকিস্তানকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) করাচি টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৫৫ রান। অন্যদিকে পাকিস্তানের দরকার ছিল ৮ উইকেট। তবে বেন ডাকেট ও বেন স্টোকস মিলে মাত্র ৬৭ বল খরচ করেই জয় এনে দিয়েছেন ইংল্যান্ডকে। ৮ উইকেটের এই হারে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হতে হলো বাবর আজমের দলকে। নিজেদের মাটিতে এই নিয়ে টানা চার টেস্টে হারের মুখ দেখল পাকিস্তান।

এশিয়ার দেশগুলোর মধ্যে এমন রেকর্ড আছে শুধু বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট হারার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেরেছিল পাকিস্তান।

করাচি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৪ রানে। বাবর আজম ৭৮, আগা সালমান ৫৬ এবং আজহার আলী ৪৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া অভিষিক্ত রেহান আহমেদ ২টি এবং মার্ক উড, ওলি রবিনসন ও জো রুট ১টি করে উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। হ্যারি ব্রুক তাঁর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। ৮ চার ও ৩ ছক্কায়, ১৫০ বলে ১১১ রান করেন তিনি। ব্রুকের এই দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ রানের লিড পায় ইংল্যান্ড। এছাড়া বেন ফোকস ৬৪ এবং ওলি পোপ ৫১ রান করেন।

স্বাগতিকদের হয়ে নওমান আলী ও আবরার আহমেদ ৪টি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১টি উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও জ্যাক লিচ ও অভিষিক্ত রেহান আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৫৪ ও সৌদ শাকিল করেন ৫৩ রান। এছাড়া আবদুল্লাহ শফিক ২৬ ও শান মাসুদ ২৪ রান করে সাজঘরে ফিরেন।

নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টেই রেকর্ড গড়েন লেগ স্পিনার রেহান আহমেদ। অভিষেকেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। প্রথম ইনিংসেও ২ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া জ্যাক লিচ ৩টি এবং মার্ক উড ও জো রুট ১টি করে উইকেট তুলে নেন। পাকিস্তান অল্প রানে অল-আউট হয়ে যাওয়ায় চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রান।

ছোট এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ওডিআই স্টাইলে রান তুলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাওলি ও বেন ডাকেট। তবে দলীয় ৮৭ রানে আবরার আহমেদের শিকারে পরিণত হন ৪১ রান করা ক্রাওলি। শেষবেলায় নাইটওয়াচম্যান হিসেবে নামা রেহান আহমেদ ফেরেন ১০ রান করে। তার উইকেটটিও নেন আবরার আহমেদ। ২ উইকেটে ১১২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড।

চতুর্থ দিনে প্রথম সেশনেই আর কোন উইকেট না হারিয়ে ঝড়ের গতিতে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। ডাকেট অপরাজিত থাকেন ৮২ রান করে। আর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৩৫ রান করে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন হ্যারি ব্রুক। এছাড়া তিন টেস্টের ৫টি ইনিংসে ৩টি শতক ও ১টি অর্ধশতক-সহ ৪৬৮ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হন তিনি।


পাকিস্তান বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

পাকিস্তান (১ম ইনিংস) – ৩০৪/১০ (৭৯.০)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩৫৪/১০ (৮১.৪)

পাকিস্তান (২য় ইনিংস) – ২১৬/১০ (৭৪.৫)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ১৭০/২ (২৮.১)

ফলাফল – ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – হ্যারি ব্রুক

প্লেয়ার অফ দ্য সিরিজ – হ্যারি ব্রুক



পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, আগা সালমান, শান মাসুদ, সৌদ শাকিল, নওমান আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবং আবরার আহমেদ।

ইংল্যান্ড
বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেট রক্ষক), জ্যাক ক্রাওলি, ওলি পোপ, বেন ডাকেট, জো রুট, ওলি রবিনসন, হ্যারি ব্রুক, রেহান আহমেদ, মার্ক উড এবং জ্যাক লিচ।
Exit mobile version