BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে গ্যালারীর রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও ভাইরাল

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে গ্যালারীর রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও ভাইরাল

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে গ্যালারীর রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও ভাইরাল

বুধবার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং আফগানিস্তান। টানটান উত্তেজনার সেই ম্যাচের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের দিকে দেখা যায়, অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে নাক-মুখের রক্ত মুছছেন কাবলি পড়া এক আফগান সমর্থক। গ্যালারীতে মারামারি করেই তার এই অবস্থা হয়েছে বলে জানান এক দায়িত্বরত নিরাপত্তাকর্মী।

গ্যালারীর সেই আগুনের তাপ ছড়িয়ে পড়ে মাঠের ভেতরেও। ম্যাচের শুরু থেকে দুদলের খেলোয়াড়দের মাঝে সৌহার্দপূর্ণ দৃশ্য দেখা গেলেও, শেষদিকে এসে গোটা দৃশ্যপটটাই যেন বদলে যায়। ম্যাচের উত্তেজনাকর মুহূর্তে দুদলের খেলোয়াড়রা শুধু মেজাজই হারাননি, হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে বাইশ গজে।

এ তো আসিফ আলির আউটের সময়ের ঘটনা। ম্যাচ তখন একপ্রকার আফগানদের দিকেই ঝুলে গেছে। সমীকরণ ঠিক এমন, শেষ উইকেটে পাকিস্তানের দরকার ১১ রান। হাতে আছে ৬টি বল। এমন সময়ে আফগানরা ভুলেও ভাবেননি পাকিস্তানের টেলএন্ডাররা বিশাল দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচটাই ছিনিয়ে নিয়ে যাবে!

ঠিক তা-ই হলো, শেষ ওভারটি করতে আসা  ফারুকির প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে জয়োল্লাসে ফেটে পড়ে পাকিস্তানি ক্রিকেটার এবং সমর্থকরা। বিষয়টি মোটেই সহ্য করতে পারেননি আফগান সমর্থকরা। এসময় আবারো কিল-ঘুষি এবং তুমুল চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে দুদলের সমর্থকদের মাঝে।

এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ব্যাপারটি নিয়ে আফগানদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। এরপর আফগানরাও সামাজিক যোগাযোগমাধ্যমে  জবাব দিয়েছে। এই ঘটনায় দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

 এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই বাদ পড়েছে আফগানিস্তান। অন্যদিকে ফাইনালে চলে গেছে পাকিস্তান।১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। সেদিন দেখা যাবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের মুকুট কার হাতে উঠছে।

Exit mobile version