দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এই সফরের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের জন্য। করাচির যে হোটেলে অজি খেলোয়াড়রা ছিলেন, সেখানে ইঁদুরের উৎপাত এতোটাই বেশি ছিল যে, রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল ক্রিকেটাররা।
অবশ্য খুব দ্রুতই সেই সমস্যার সমাধান করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য পিসিবিকে ধন্যবাদও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে পিসিবিকে লেখা ক্রিকেট অস্ট্রেলিয়ার এক চিঠিতে। যেখানে তাদের পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরেছেন অজিরা।
সেই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা যখন করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে বেশকিছু সমস্যা ছিল। যেমন রুমে ইঁদুর, অস্বাভাবিক গন্ধ, যা অপ্রত্যাশিত ছিল। পিসিবির টিম এই সমস্যার বেশিরভাগই সমাধান করেছে। ৪৮ ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করায় আমরা সন্তুষ্ট ছিলাম। তারা আমাদের নিরাপদ এবং আরামদায়ক থাকার সুযোগ করে দিয়েছে। মানসম্পন্ন সফরের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ সিএ।’
সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়েছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলে স্বাগতিকরা। পরে আবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে অজিরাই জয় পেয়েছে। সম্প্রতি সফরের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আগামীতে আরো সিরিজ খেলার প্রত্যয় ব্যক্ত করেছে সিএ।