BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। ক্রিকইনফো জানিয়েছে, হার্ট অ্যাটাক করে লাহোরে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। 

আসাদ রউফ নব্বই দশকে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও  ২০০০ সালে প্রথম ওয়ানডে পরিচালনা করেন। এরপর ২০০৪ সালে ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন। ২০০৫ সালে প্রথমবারের মত টেস্ট আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি। পরে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন ২০০৬ সালে।

৬৬ বছর বয়সী এই পাকিস্তানি তার প্রথম টেস্ট পরিচালনা করেছেন বাংলাদেশ – জিম্বাবুয়ে টেস্ট দিয়ে। তার বর্নাঢ্য ক্যারিয়ারে  ৬৪ টি টেস্ট ম্যাচ, ১৩৯ টি ওয়ানডে ম্যাচ এবং ২৮ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। 

তবে তার আম্পায়ারিংয়ের ক্যারিয়ার নষ্ট হয় ২০১৩ সালে।  আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়লে ভারত ছেড়ে চলে যান তিনি। আর পরের বছরই আইসিসি থেকেও বাদ দেওয়া হয় তাকে। 

২০১৬ সালে তিনি বিসিসিআই কর্তৃক নিষেধাজ্ঞাও পান। দুর্নিতী এবং শৃঙ্খলাভঙ্গের জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

পাকিস্তানের সাবেক আম্পায়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই৷ আম্পায়ারিংয়ে তার শুন্যতা কেউ পূরন করতে পারবেনা বলেও মত প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। 

উল্লেখ্য আম্পায়ারিংয়ে আসার আগে তিনি পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট লিগে খেলতেন। ৭১ টি প্রথম শ্রেনীর ম্যাচে তার গড় ২৮.৭৬। পাকিস্তানের আলিম দারের পর তিনি আম্পায়ারদের মধ্যে জনপ্রিয় ছিলেন।

Exit mobile version