Skip to main content

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। ক্রিকইনফো জানিয়েছে, হার্ট অ্যাটাক করে লাহোরে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। 

আসাদ রউফ নব্বই দশকে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও  ২০০০ সালে প্রথম ওয়ানডে পরিচালনা করেন। এরপর ২০০৪ সালে ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন। ২০০৫ সালে প্রথমবারের মত টেস্ট আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি। পরে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন ২০০৬ সালে।

৬৬ বছর বয়সী এই পাকিস্তানি তার প্রথম টেস্ট পরিচালনা করেছেন বাংলাদেশ – জিম্বাবুয়ে টেস্ট দিয়ে। তার বর্নাঢ্য ক্যারিয়ারে  ৬৪ টি টেস্ট ম্যাচ, ১৩৯ টি ওয়ানডে ম্যাচ এবং ২৮ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। 

তবে তার আম্পায়ারিংয়ের ক্যারিয়ার নষ্ট হয় ২০১৩ সালে।  আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়লে ভারত ছেড়ে চলে যান তিনি। আর পরের বছরই আইসিসি থেকেও বাদ দেওয়া হয় তাকে। 

২০১৬ সালে তিনি বিসিসিআই কর্তৃক নিষেধাজ্ঞাও পান। দুর্নিতী এবং শৃঙ্খলাভঙ্গের জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

পাকিস্তানের সাবেক আম্পায়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই৷ আম্পায়ারিংয়ে তার শুন্যতা কেউ পূরন করতে পারবেনা বলেও মত প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। 

উল্লেখ্য আম্পায়ারিংয়ে আসার আগে তিনি পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট লিগে খেলতেন। ৭১ টি প্রথম শ্রেনীর ম্যাচে তার গড় ২৮.৭৬। পাকিস্তানের আলিম দারের পর তিনি আম্পায়ারদের মধ্যে জনপ্রিয় ছিলেন।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...