অ্যাডিলেডের আসমানি কান্না যেন টাইগারদের চোখেরও কান্নার কারণ হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচটিতে। জয়ের খুব কাছে গিয়েও ম্যাচটি আর জেতা হয়নি টিম বাংলাদেশের। লিটন দাসের ব্যাটিং ঝড়ে রান উঠতে থাকলেও বৃষ্টির কারনে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি তাদের হাতের বাইরে চলে যায়। তবে পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও চেষ্টার কমতি থাকবে না বলে জানিয়েছেন লিটন।
ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন লিটন। ৭ ওভারে কোন উইকেট ছাড়াই ৬৬ রানে পৌঁছে যায় বাংলাদেশ দল। কিন্তু মাঝখানে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারনে মাঝে খেলা বন্ধ থাকলে এরপরেই ঘটে ছন্দপতন। পরবর্তীতে খেলা শুরু হওয়ার দ্বিতীয় বলেই সাজঘরে ফিরতে হয় লিটনকে।
টিম বাংলাদেশের এর পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সুপার টুয়েলভের শেষ ম্যাচেও চেষ্টার কমতি রাখতে চান না টাইগার বাহিনী। ভারতের সাথে ম্যাচের প্রসঙ্গ টেনে টুইটারে লিটন লিখেন, ” জয়ের খুব কাছে এসেও আমরা হেরেছি। পরের ম্যাচেও চেষ্টার কমতি থাকবে না। “
বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষই। যদিও এখনও কিছুটা আশা বেঁচে আছে। সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় এবং এরপরে দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হেরে যায়, সেক্ষেত্রে পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ দল। কিন্তু এত সমীকরণ মিলিয়ে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন প্রায় শেষই।