BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানকে ‘চ্যাম্পিয়ন দল’ মানছেন না শাদাব

পাকিস্তানকে 'চ্যাম্পিয়ন দল' মানছেন না শাদাব

এবারের এশিয়া কাপে শিরোপার অন্যতম দাবীদার পাকিস্তান। এখন পর্যন্ত দুইবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে ২৮ আগস্ট ভারতের সাথে হার দিয়ে, এশিয়া কাপ যাত্রা শুরু হয় বাবর আজমদের। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাকিটা সফলতার গল্প। 

ভোজবাজির মত সব পালটে দিয়ে টানা তিন ম্যাচে জয় নিয়েই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান তবে এমন পারফরম্যান্সের পরেও নিজেদেরচ্যাম্পিয়ন দলহিসেবে মানতে নারাজ দলটির সহঅধিনায়ক শাদাব খান।

আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ১৩০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় হেরেই বসে পাকিস্তান। শেষ পর্যন্ত টেলএন্ডার নাসিম শাহ কল্যানে জয় পাওয়ার পর শাদাব বলেন, ‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন দলের মতো খেলতে পারিনি। কারণ, চ্যাম্পিয়ন দলের এই অবস্থায় পৌছাতে হয় না।

আফগানিস্তানের সাথে ম্যাচে ব্যাট হাতে ৩৬ রান এবং বল হাতে উইকেট নেন শাদাব। তবে নিজের পারফরম্যান্সেও হতাশ এই অলরাউন্ডার। তিনি বলেন, ” ‘আমার মতে, কোনো ভালো দল চাপের মুখে এভাবে ভেঙে পড়ে না। আমি নিজেও তাড়াহুড়ো করে খেলতে গিয়ে আউট হয়েছি। আমি উইকেটে সেট ছিলাম, এবং আমারই ম্যাচটি শেষ করে আসা উচিৎ ছিল।

পাকিস্তানি সহঅধিনায়ক আরো বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে বলেছি, আমরা ভালো দল তবে চ্যাম্পিয়ন দল নই। তবে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। আশা করছি, আমরা এসব নিয়ে কাজ করব। আগের ভুলগুলো পুনরায় না করার চেষ্টা করব।

এদিকে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে আজ শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। তবে সেই লড়াইয়ে নামার আগে সুপার ফোরের শেষ ম্যাচে লংকানদের কাছে নিয়মরক্ষার ম্যাচে হেরেছে পাকিস্তান। এখন দেখার বিষয়, ফাইনালের লড়াইয়ে লংকানদের হারাতে পারে কি না শাদাববাবর আজমরা।ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত টায়।

Exit mobile version