পবিত্র হজ্বের আর খুব বেশি দেরি নেই। আগামী ৭ থেকে ২২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ্ব। সেই হজ্ব পালন করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের কাছ থেকে ছুটি নিয়েছেন আদিল রশিদ। বোর্ড এবং কাউন্টি দল তার ছুটি মঞ্জুর করায় ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দেখা যাবে না তাকে।
চলতি বছরের শুরুর দিকে হজ্বের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আদিল। যথাসময়ে ছুটি পেয়ে যাওয়ায় হজ্ব পালনে যেতে আর কোনো বাঁধা থাকছে না এই ইংলিশ তারকার। শনিবার (২৫ জুন) সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে আদিলের। ধারণা করা হচ্ছে, হজ্ব পালন শেষে জুলাইয়ে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি।
প্রাপ্তবয়স্ক, শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার হলেও হজ্ব পালন করা ফরজ। ক্রিকইনফোকে রশিদ জানিয়েছেন, ‘বেশকিছু দিন ধরেই আমি হজ্ব পালনের কথা ভাবছিলাম। কিন্তু সময়ের কারণেই কাজটা কঠিন হয়ে পড়ছিল। চলতি বছর আমার মনে হয়, এটা করতেই হবে।’
আদিল আরো বলেছেন, ‘আমি ইসিবি এবং ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলি, তারা এ বিষয়টা বুঝতে পারে এবং আমাকে উৎসাহ প্রদান করে বলে, হ্যাঁ যেটা তোমার করতেই হবে, সেটা করো। এরপর যখন সম্ভব হয়, ফিরে এসো। আমি ও আমার স্ত্রী সেখানে যাচ্ছি আর আমরা সেখানে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকবো।’
আদিল বলেছেন, ‘এটা বিশাল এক মুহূর্ত। সবার বিশ্বাসেই ভিন্ন ভিন্ন কিছু বিষয় রয়েছে। আমার বিশ্বাস আমার জন্য এটা বিরাট একটা বিষয়। আমি জানি, এটা আমার করতেই হতো। যেহেতু আমি তরুণ, শক্তিশালী ও স্বাস্থ্যবান। এটা এমন কিছু যার জন্য আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’