এসময়ে বাংলাদেশি ক্রিকেটার শেখ মাহেদি হাসানের ব্যস্ত থাকার কথা ছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, অনুশীলনে। কিন্তু কোচের বিশ্বকাপ পরিকল্পনায় না থাকায় তিনি এখন মক্কায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি তরুণ এই অফ-স্পিনিং অলরাউন্ডার। এরপরেই পবিত্র ওমরাহ পালন করতে গেলেন মাহেদি।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়ার মাটিতে মূলত কম্বিনেশনের কারণেই দলে রাখা হয়নি মাহেদিকে। নয়ত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দেশের সবচেয়ে কিপটে বোলারের দলে থাকাটা ছিল সন্দেহাতীত। তবে মূল দলে না হলেও, মাহেদি সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।
কিন্তু দল ঘোষণার পরেই তালিকায় নিজের নাম দেখে বেশ অবাকই হয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ের ১৫ নম্বর বোলার মাহেদি। হতাশ হয়ে একপ্রকার ক্ষোভ উগরে দিলে বোর্ডের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাহেদি নিজের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে, হয়তো বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার নিরব প্রতিবাদটাই জানালেন।
তবে খুব তাড়াতাড়ি আরো শক্তিশালী হয়ে ফিরতে অঙ্গীকারবদ্ধ মাহেদি। এজন্য সবার কাছে দোয়াও চান এই অলরাউন্ডার। নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে মাহেদি লিখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, আমি খুব দ্রুতই আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’
বিশ্বকাপের মূল দলে না থাকায় আপাতত ক্রিকেটীয় চিন্তা দূরে ঠেলে ধর্মীয় কাজে গেলেন মাহেদি। বৃহস্পতিবার সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমে ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করে মাহেদি বলেন, ‘পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে ২২ তারিখ দেশে ফিরব।