BJ Sports – Cricket Prediction, Live Score

নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদন করতে পারবেন ডেভিড ওয়ার্নার

নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদন করতে পারবেন ডেভিড ওয়ার্নার

বল টেম্পারিং কান্ডের জন্য  নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। আজীবন নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের পদ তার জন্য ছিল নিষিদ্ধ। অভিজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কের পদে যেতে পারছিলেন না। তবে এখন নিষেধাজ্ঞা থেকে মুক্তির জন্য আবেদন করতে পারবেন এই ওপেনার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধি পরিবর্তনের অনুরোধ গ্রহন করা হয়েছে এবং আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হয়েছে। শাস্তি থেকে মুক্তি বা শাস্তি কমানোর জন্য ওয়ার্নারকে তিন সদস্যের পর্যালোচক কমিটির কাছে আবেদন করতে হবে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ” নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড় স্টাফ এখন থেকে দীর্ঘমেয়াদি শাস্তি পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। যেকোনো আবেদন আচরণবিধি বিষয়ক কমিশনারদের নিয়ে গড়া তিন সদস্যের পর্যালোচক কমিটি বিবেচনা করে দেখবে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কান্ডে জড়িত ছিলেন এই ওপেনার। এই কান্ডে জড়িত থাকায় স্টিভেন স্মিথকে দুই বছরের জন্য অধিনায়কের পদ থেকে নির্বাসন দেওয়া হলেও আজীবন অধিনায়কের পদ থেকে নিষেধাজ্ঞা পান ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার আচরণবিধি সংশোধনের মধ্য দিয়ে অধিনায়কের পদ সহজ হয়ে গেল ওয়ার্নারের জন্য।

Exit mobile version