BJ Sports – Cricket Prediction, Live Score

নির্বাচকের দায়িত্ব পালন করতে অবসরের ঘোষণা লুক রাইটের 

Luke Wright announces retirement to take up selector duties

ইংল্যান্ডের  ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। ইংল্যান্ডে ছেলেদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। তার দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আর এই দায়িত্ব পালন করতে খেলোয়াড়ী জীবনকে বিদায় বলে দিলেন ৩৭ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার। 

গত জুনেও টি-টোয়েন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন রাইট। অবসর ঘোষণার পর  সাসেক্সকে ধন্যবাদ জানান তিনি। রাইট বলেন, ” ১৯ টি অসাধারণ মৌসুমের জন্য সাসেক্সের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগত ও দলীয়ভাবে যা অর্জন করেছি, তাতে আমি খুবই গর্বিত। সর্বস্ব উজাড় করে দিয়েছি, আশা করি মাঠে তার প্রতিফলন ছিল। সব সময়ই সাসেক্সের ভক্ত থাকব আমি। “

আর নতুন নির্বাচকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাইট। এ দায়িত্ব পালন করতে মুখিয়ে আছেন জানিয়ে রাইট  বলেন, ” এ দায়িত্ব নেওয়াটা অনেক সম্মানের, যেটি নিয়ে অনেক রোমাঞ্চিত আমি। আগামী বছর অ্যাশেজ ও ৫০ ওভারের বিশ্বকাপ আছে। ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখতে তর সইছে না আমার। “

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে  ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অভিষেক হয়েছিল রাইটের। এরপর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে তাকে। ২০১০ সালে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সদস্যও ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ১০১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।

Exit mobile version