ইংল্যান্ডের ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। ইংল্যান্ডে ছেলেদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। তার দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আর এই দায়িত্ব পালন করতে খেলোয়াড়ী জীবনকে বিদায় বলে দিলেন ৩৭ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার।
গত জুনেও টি-টোয়েন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন রাইট। অবসর ঘোষণার পর সাসেক্সকে ধন্যবাদ জানান তিনি। রাইট বলেন, ” ১৯ টি অসাধারণ মৌসুমের জন্য সাসেক্সের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগত ও দলীয়ভাবে যা অর্জন করেছি, তাতে আমি খুবই গর্বিত। সর্বস্ব উজাড় করে দিয়েছি, আশা করি মাঠে তার প্রতিফলন ছিল। সব সময়ই সাসেক্সের ভক্ত থাকব আমি। “
আর নতুন নির্বাচকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাইট। এ দায়িত্ব পালন করতে মুখিয়ে আছেন জানিয়ে রাইট বলেন, ” এ দায়িত্ব নেওয়াটা অনেক সম্মানের, যেটি নিয়ে অনেক রোমাঞ্চিত আমি। আগামী বছর অ্যাশেজ ও ৫০ ওভারের বিশ্বকাপ আছে। ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখতে তর সইছে না আমার। “
২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অভিষেক হয়েছিল রাইটের। এরপর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে তাকে। ২০১০ সালে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সদস্যও ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ১০১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।