মাত্র ১৭ বছর বয়সেই ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ আমিরের। এরপর নিজ প্রতিভায় বিশ্বমঞ্চে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন এই পাকিস্তানি পেসার। কিন্তু ফিক্সিংয়ে জড়িয়ে অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মারেন আমির। নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৭ ম্যাচে ২৫৯ উইকেট শিকার করেছেন আমির। তবে অনেকের মতে, প্রতিভার তুলনায় ঢের নগণ্য আমিরের এই পরিসংখ্যান। সর্বশেষ ২০২০ সালে জাতীয় দলে খেলেছেন তিনি।
এরপরেও আমিরের বিশ্বাস, পাকিস্তান দলে এখন পর্যন্ত তার মানের কোনো পেসার নেই। তার অবর্তমানে পাকিস্তানের পেস আক্রমণ সামলাচ্ছেন একঝাঁক তরুণ। হাসান আলি, হ্যারিস রউফ, নাসিম শাহদের নিয়ে সাজানো পেস আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে আমির দাবী করেন , পাকিস্তান দলে খেলা বর্তমানে যেকোনো পেসারের চেয়ে এগিয়ে আছেন তিনি। তবে সেই এগিয়ে থাকাটা শুধু পরিসংখ্যানের বিচারে নয়, স্কিল এবং সামর্থ্যের উপরই গুরুত্ব দিয়েছেন আমির।
আমির বলেছেন, ‘আমার মনে হয় না, অন্য কারো সঙ্গে আমার প্রতিযোগিতা রয়েছে।।আমি একমাত্র বোলার ছিলাম, যে আইসিসি র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। এমনকি বিশ্বকাপের পর দল থেকে বাদ যাওয়ার পরেও প্রায় দেড় বছর আমি র্যাঙ্কিংয়ের ভালো অবস্থানে ছিলাম।’
বাঁহাতি এই পেসার আরো বলেন, ‘আমার যে স্কিল রয়েছে, এর সঙ্গে অন্য কোনো বোলারের তুলনা চলে না। আমি মনে করি সবার আলাদা ক্লাস রয়েছে। আর আমার ক্লাসে আমি একাই রয়েছি।