১৫ অক্টোবর, জীবনের ২০ বসন্ত পেরিয়ে একুশে পা দিয়েছেন নাসিম শাহ। কিন্তু এরমধ্যে পাকিস্তান ক্রিকেটে নিজের জাত চিনিয়ে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটার। জাতীয় দলের ব্যস্ততা সামলে উঠে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ তিনি। সাধারণত জন্মদিনটা একটু আনন্দ উল্লাসের হওয়ার কথা ছিলো তার। কিন্তু কেক কেটে জন্মদিন পালনের দিনেই পিএসএলে হারের স্বাদ পেল, তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
নাসিমের জন্মদিনে কেক কেটেছে তার সতীর্থরা। হোটেলে কেক এনে তাকে খাইয়েছে, গালে মেখেছে সবাই। এসময় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের সেই মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছে কোয়েটা। যদিও আনন্দের দিনে হারের মুখ দেখতে হলো তাদের। নিজেদের প্রথম ম্যাচেই মুলতান সুলতানে বিপক্ষে খেলতে নেমে, ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় নাসিমের দল কোয়েটা গ্লাডিয়েটর্স।
অবশ্য কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ জানালেন, একটি জয় দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করতে চেয়েছেন তারা। কিন্তু মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায়, প্রত্যাশিত ফলাফল করতে পারেননি তারা। সরফরাজ বলেন, ” আমরা ভালোভাবে শুরু করতে চেয়েছি। কিন্তু আমরা সেটা করতে পারিনি। দুর্ভাগ্যবশত আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এজন্যই হেরেছি। “
Join us in the birthday celebration of our 🌟 Gladiator @iNaseemShah 🥳#PurpleForce #ShaanePakistan #WeTheGladiators pic.twitter.com/xpzFCiM7FJ
— Quetta Gladiators (@TeamQuetta) February 15, 2023
তবে হার দিয়ে যাত্রা শুরু করলেও, ভেঙে পড়ছেন না সরফরাজ। দলের প্রতি তার বিশ্বাস, শক্তিশালী হয়েই ফিরে আসবে কোয়েটা। নিজেদের দুর্বলতা এবং উন্নতির বিষয়টিও জানালেন তিনি। সরফরাজ আরো বলেন, ” আমি নিশ্চিত, আমরা খুব ভালোভাবে ফিরে আসবো। তবে আমাদের পেস বোলিংয়ে উন্নতি করা দরকার। সঠিক জায়গায় বল করতে হবে। তাহলে আমরা ভালো করবো। “
যদিও নিজের জন্মদিনে বল হাতে ভালো করেছেন নাসিম। ২ ওভার বোলিং করে মাত্র ৬ রান খরচ করেছেন তিনি। তবে কোনো উইকেট পাননি এই তরুণ পেসার। এবারের আসরে কোয়েটার পেস বোলিং বিভাগের অন্যতম কান্ডারি নাসিম। তার কাঁধে আছে বড় দায়িত্ব। সেই প্রত্যাশার চাপ সামলে, নিজেকে মেলে ধরতে চাইবেন তিনি। প্রথম ম্যাচে যার ছাপ দেখা গেল। পরের ম্যাচেও হয়তো এমনটা চাইবেন তিনি। পরের ম্যাচেই জয়ের ধারায় ফিরতে চায় কোয়েটা গ্লাডিয়েটর্স।সেক্ষেত্রে নাসিম হতে পারেন দলটির তুরুপের তাস।