দিন কয়েকের মধ্যেই শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্ব খেলতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশি নারী ক্রিকেট দল। তবে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোট সমস্যা এবং করোনায় দল থেকে ছিটকে গেলেন জাহানারা আলম এবং ফারজানা হক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় আঙুলে চোট পান জাহানারা। যেখানে দুটি সেলাই লেগেছে তার। জাহানারার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন ফারিহা ইসলাম। অপরদিকে ফারজানার বিষয়টি দেখভাল করছে দলের চিকিৎসকরা। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে সোহেলি আক্তারকে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯ ও ২১ সেপ্টেম্বর স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবেন বাঘিনীরা। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। বাছাইপর্বে অংশ নেওয়া মোট ৮টি দলের মধ্যে ফাইনালে যাওয়া ২টি দল সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
জাহানারা ছিটকে যাওয়ায় বাংলাদেশ বোলিং বিভাগে অনেকটাই শক্তি হারিয়েছে। অন্যদিকে ফারজানার ছিটকে যাওয়াও টিম বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। শেষ পর্যন্ত খর্ব শক্তির বাংলাদেশ কতটুকু নিজেদের মেলে ধরতে পারে সেটাই এখন দেখার বিষয়।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দল:
নিগার সুলাতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, সোহেলি আক্তার, রুমানা আহমেদ। ঋতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার এবং মারুফা আক্তার।