Skip to main content

নারী আইপিএলের নিলামে দামি ১০ ক্রিকেটার কারা?

নারী আইপিএলের নিলামে দামি ১০ ক্রিকেটার কারা?

প্রথম বারের মতো নারী আইপিএলের আসর শুরু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে বেশ উন্মাদনাও দেখা যাচ্ছে। নারী আইপিএলের নিলাম শেষ হয়েছে ইতোমধ্যে। রাতারাতি ভাগ্য বদলে গেছে অনেক নারী ক্রিকেটারের। কোটি টাকায় বিক্রি হয়েছেন স্মৃতি মান্ধানা, দ্বীপ্তি শর্মারা। এবার দেখে নেওয়া যাক নারী আইপিএলের সবচেয়ে দামী ১০ ক্রিকেটারকে। 

স্মৃতি মান্ধানা : ভারতের নারী ক্রিকেটারের মধ্যে বেশ জনপ্রিয় নাম স্মৃতি। টি – টোয়েন্টি ফরম্যাটে তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তার চাহিদাও মারাত্মক। বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মধ্যে এই ব্যাটারকে নিয়ে তো রীতিমতো যুদ্ধ শুরু করতে দেখা গেছে। আর এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় লাভ করেছে বেঙ্গালুরু। ৩.৪০ কোটিতে স্মৃতি মান্ধানাকে দলে নিয়েছে তারা। কোহলির আরসিবির মতো নারী আইপিএলে স্মৃতি মান্ধানা বেঙ্গালুরুর হয়ে খেলবেন ১৮ নম্বর জার্সি পরে।

অ্যাশলে গার্ডনার : অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে দলে ভিড়িয়েছে গুজরাট। আন্তর্জাতিক টি – টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৩৩। অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে দলে নিতে গুজরাটকে গুনতে হয়েছে ৩.২০ কোটি টাকা।

ন্যাট শিভার : ইংলিশ ক্রিকেটার ন্যাট শিভারকে দলে ভিড়িয়েছে মুম্বাই। আন্তর্জাতিক টি – টোয়েন্টি ক্রিকেটে তার খ্যাতি আছে। খেলেছেন একশরও বেশি টি – টোয়েন্টি ম্যাচ। মুম্বাই তাকে দলে নিয়ে ৩.২০ কোটির বিনিময়ে। 

দ্বীপ্তি শর্মা : উত্তরপ্রদেশের এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তার নিজের রাজ্যের দলই। লক্ষ্মৌকে তাকে দলে নেওয়ার জন্য খরচ করতে হয়েছে ২.৬০ কোটি। 

জেমাইমা রুদ্রিগেজ : টি – টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান বধের অন্যতম কান্ডারী  জেমাইমা রুদ্রিগেজ। জেমাইমকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কোটি টাকা পেয়েছেন তিনিও। ২.২০ কোটির বিনিময়ে দিল্লি তাকে নিয়েছে।

বেথ মুনি : অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে দলে নিয়েছে গুজরাট। তিন নম্বরে দারুণ খেলতে পারেন তিনি। তাকে পাওয়ার জন্য গুজরাটের খরচ করতে হয়েছে ২ কোটি। 

শেফালি বর্মা : সম্প্রতি তার নেতৃত্বে অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতীয় এই ওপেনারকে দলে নিয়েছে দিল্লি। তাকে দলে নিতে দিল্লির খরচ হয়েছে ২ কোটি অর্থ।

পূজা বস্ত্রকর : ভারতীয় এই অলরাউন্ডারকে পাওয়ার জন্যও মুম্বাইকে খরচ করতে হয়েছে প্রায় ২ কোটি। টি – টোয়েন্টি ফরম্যাটে বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স তার। মুম্বাই তাকে দলে নিয়েছে ১.৯০ কোটির বিনিময়ে। 

রিচা ঘোষ : ভারতের অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটারকে দলে নিয়েছে বেঙ্গালুরু। পশ্চিম বাংলার এই মেয়ের জন্য বেঙ্গালুরুকে গুনতে হয়েছে ১.৯০ কোটি।

সোফি এক্লেস্টোন : সোফি একজন ইংলিশ ক্রিকেটার। অলরাউন্ডার হিসেবে নামডাক রয়েছে তার। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ইউপি ওয়ারিয়র্স।

ভারতের নারী আইপিএলকে ঘিরে ক্রিকেট ভক্তদের উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। এই আসর ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ করবে বলেও মনে করেন অনেকে। পুরুষদের আইপিএল ইতোমধ্যে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোর মধ্যে এক নম্বরে আছে। এবার নারী আইপিএল আয়োজনের মাধ্যমে বিসিসিআই এর কোষাগার আরো ফুলে ফেপে উঠবে বলেও মনে করেন অনেক। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বিনি বলেছেন ভারতীয় নারী ক্রিকেটে নতুন ক্রিকেটার

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...

SA20 কিংবদন্তি: SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক

SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক SA20 কিংবদন্তি! SA20 লিগ দ্রুতই ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর টি২০ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের সাথে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলোর বৈশ্বিক আকর্ষণ মিশিয়ে, SA20...

বিবিএল বনাম আইপিএল | কিভাবে বিবিএল ২০২৪-২৫ সিজনকে আলাদা করে তোলে | সিজনের বৈশিষ্ট্য

বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সংক্ষিপ্ত বিবরণ বিগ ব্যাশ লিগ (বিবিএল) 20১১ সালে চালু হয়েছিল, যা ভক্তদের উত্তেজিত করার জন্য ডিজাইন করা একটি সংক্ষিপ্ত, দ্রুততর...