Skip to main content

নতুন বছরে ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই : হার্দিক পান্ডিয়া

নতুন বছরে ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই : হার্দিক পান্ডিয়া

সদ্য বিদায়ী ২০২২ সালটা ভারতের জন্য মনে রাখার মতো হয়নি। যদিও দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেয়েছে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তিশালী দলটি। গত বছর অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে ব্যর্থ হয়েছে তারা। সেইসাথে আইসিসির কোন শিরোপা জয়ের অপেক্ষাটাও বাড়লো। অবশ্য হার্দিক পান্ডিয়া জানালেন, নতুন বছরে তারা বিশ্বকাপ জিততে চান। তার মতে, এটাই এখন ভারতীয়দের সংকল্প।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে  হার্দিক বলেন, ”  ২০২২ সালটা  ব্যক্তিগতভাবে আমার জন্য বেশ দারুণ কেটেছে।  মাঠে যেটা দিতে চেয়েছি, সেটা আমি পেরেছি বলে মনে হয়। তবে দলীয়ভাবে যেটা চেয়েছিলাম সেটা পাইনি,  লক্ষ্য ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা পারিনি। ব্যর্থ হলেও আমরা হতাশ নই, ব্যর্থতা খেলার অংশ। নতুন বছরে আমরা ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ জেতার জন্য আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবে এগোচ্ছে। আশা করি ব্যর্থতা কাটিয়ে নতুন বছরে আমরা সফল হবো “।

এদিকে দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে হার্দিক বলেন, ” ভারতীয় দলে পারফর্মারের অভাব নেই। এতে দলে সুস্থ প্রতিযোগিতা চলে। সিনিয়র ক্রিকেটাররা যখন ছুটিতে থাকে, তখন নতুনদের নিজেদের প্রমান করার সুযোগ আসে। এতে আমাদের রিজার্ভ বেঞ্চ ও শক্তিশালী হয়। ঘুরিয়ে ফিরিয়ে আমরা তরুনদের সেই সুযোগটা দেই । তরুণদের আমরা ভরসা দিচ্ছি, মাঠে গিয়ে নিজের মতো খেলার সাহস দিচ্ছি। এতে দলেরই লাভ হচ্ছে।  ওরা  সেরা ক্রিকেটার, বলেই ভারতীয় দলে সুযোগ পেয়েছে। প্রত্যেক ক্রিকেটারের প্রতি আমরা আস্থা রেখে, পর্যাপ্ত সুযোগ দেব, যেন ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট ভালো খেলোয়াড়ের সংকটে না পরে “। 

অবশ্য একজনের কথা আলাদাভাবে বলেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি হলেন, সূর্যকুমার যাদব। গেল বছরে এই ডানহাতি ব্যাটসম্যান যেভাবে পারফর্ম করেছেন, আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা চান হার্দিক। হার্দিকের মতে, এমন উড়ন্ত ফর্মে থাকলে ভারতের ট্রাম্পকার্ড হতে পারেন সূর্যকুমার। শুধু সাদা বলের ক্রিকেটে নয়, লাল বলের ক্রিকেটেও এই ব্যাটসম্যানকে দেখতে চান হার্দিক।

উল্লেখ্য, বছরের শেষদিকে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে এশিয়ান জায়ান্টরা। ইতোমধ্যে ২০ জন ক্রিকেটার নিয়ে প্রাথমিকভাবে পারফরম্যান্স পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একইসাথে চোট সমস্যা নিয়েও সতর্ক তারা। ঘরের মাঠে যেন কিছুতেই ব্যর্থতার গল্প লিখতে চায় না ভারত।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫ ম্যাচের পূর্বাভাস: বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিবিএল ম্যাচের পূর্বাভাস জন্য, খেলার ফলাফলকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। আমরা যখন বিগ ব্যাশ লীগ (বিবিএল) ২০২৪-২৫ মৌসুমের দিকে তাকিয়ে আছি, তখন উত্তেজনা তৈরি হচ্ছে। এই...

SA20 2025 টিকিট: মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার

SA20 2025 টিকিট মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার, বেটওয়ে SA20 লিগ আবারও ফিরে এসেছে তার তৃতীয় মৌসুম নিয়ে, যা এক উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রতিশ্রুতি দিচ্ছে। ৯ জানুয়ারি, ২০২৫...

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...