BJ Sports – Cricket Prediction, Live Score

নতুন কোচের খোঁজে আফগানিস্তান

Afghanistan Cricket Board

Afghanistan looking for a new coach

বেশকিছু দিন ধরেই গুরুতর অসুস্থ আফগানিস্তানের প্রধান কোচ গ্রাহাম থর্প। অতিশীঘ্রই তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও খুব কম। তাই তো নতুন একজন প্রধান কোচের খোঁজ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। থর্পের জায়গায় আপাতত অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন রইস খাম আহমদজাই।

বর্তমানে বিশ্ব ক্রিকেটের উঠতি পরাশক্তির দেশগুলোর মধ্যে সবার শীর্ষে আফগানিস্তান। নিজের দিনে যেকোনো দলের বিপক্ষে ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে সক্ষম রশিদ খান, মোহাম্মদ নবীরা। সর্বশেষ সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের পর প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক ইংলিশ তারকা থর্পকে।

কিন্তু আফগানিস্তানের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন থর্প। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বেও ছিলেন থর্প। তবে অস্ট্রেলিয়া বিপক্ষে অ্যাশেজ সিরিজে ভরাডুবির পর সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই দায়িত্ব নেন আফগানিস্তান দলের।

থর্পের অসুস্থতার কারণে আহমদজাইয়ের অধীনে জিম্বাবুয়ে সফর করে আফগানিস্তান। যেখানে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই জিতে নিয়েছেন রশিদ খানরা। এদিকে আগামী আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরের আগেই নতুন প্রধান কোচ নিয়োগ দিতে চায় এসিবি।

অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্ডিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রায়ান ম্যারনকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান। আপাতত ৬ মাসের জন্য প্রাথমিক নিয়োগ দিলেও পরবর্তীতে পারফরম্যান্সের উপর নির্ভর করবে চুক্তি বাড়ানোর বিষয়টি। এছাড়া বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল।

Exit mobile version