ক্রিকেটাররা ২২ গজে ব্যর্থ হলে তাদেরকে নিয়ে সমালোচনা হয় ২২ গজের বাইরেও। ক্রিকেটারদের রেখে পরিবার নিয়ে বাজে মন্তব্য করতেও বাকি রাখে না সমালোচকরা। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা মাঠে ব্যর্থ হলে মাঠের বাইরে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার ঘটনা নতুন নয়। টার্গেট হন তাদের স্ত্রীরাও। বিরাট কন্যা ভামিকা এবং ধোনি কন্যা জিভাও বাদ পড়েনি সমালোচকদের হাত থেকে। তবে এই বাজে মন্তব্যকারীদের বিরুদ্ধে এবার এফআইআর করল দিল্লি পুলিশ।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন । ভারতের অন্যতম সফল অধিনায়কও বলা হয় তাকে। কিন্তু কোনো ম্যাচে খারাপ করলে বাজে মন্তব্য করতে একটুও ভাবে না সমালোচনাকারীরা। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে আইপিএলের গত আসরে ধোনির ব্যর্থতার কারনে স্ত্রী সাক্ষীকেও অশালীন, বাজে মন্তব্য করেছে নেটিজেনরা। তাদের টার্গেট ছিলো ধোনি কন্যা ছোট্ট জিভাও। ধোনির ২২ গজের ব্যর্থতার জন্য ছোট্ট এই শিশুকেও ছাড়েনি সমালোচকরা।
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। নামের পাশে কিং উপাধিটাও পেয়ে গেছেন অসামান্য ব্যাটিং শৈলির কারণে। কিন্তু মাঝে ছন্দ পতন ঘটে কোহলির। দীর্ঘ প্রায় তিন বছর ব্যাটে সেঞ্চুরির দেখা মেলেনি তার। তখন কম সমালোচনা সহ্য করতে হয়নি কোহলিকে। নেটিজেনদের টার্গেট হয়েছে তার স্ত্রী আনুশকা শর্মাও। এরপর ছোট্ট কন্যা ভামিকাও বাদ পড়েননি অশ্লীল মন্তব্য থেকে।
কিন্তু এবার নড়েচড়ে বসল দিল্লির মহিলা কমিশন । ব্যাপারটিকে খুব স্বাভাবিকভাবে আর নেওয়া হচ্ছে না। জিভা – ভামিকাকে নিয়ে করা অশ্লীল মন্তব্যকারীদের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। দিল্লি মহিলা হাইকমিশনের চেয়ারপার্সন স্বাতী চালিওয়াল এক টুইটের মাধ্যমে জানান, ” দিল্লি পুলিশ বিরাট কোহলি এবং এমএস ধোনির মেয়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে। খুব শিগগিরই অপরাধীকে গ্রেফতার করা হবে। “
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব একাউন্ট থেকে এমন বাজে মন্তব্য করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির সাইবার ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে শুধু ভামিকা – জিভাকে নিয়ে করা বাজে মন্তব্যকারীদের নয়, আনুশকা – সাক্ষীকে নিয়ে করা বাজে মন্তব্যকারীদেরও ছাড় দেবে না দিল্লির মহিলা কমিশন।