কাতার বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ দুয়েক হতে চললো। যেখানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সোনায় মোড়ানো শিরোপায় চুমু খেয়েছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবে আর্জেন্টাইন সুপারস্টার এবং তার ভক্ত – সমর্থকদের ঘরে ঘরে এখন উৎসবের আনন্দ। ব্যতিক্রম নয় মহেন্দ্র সিং ধোনির ঘরেও। সাবেক ভারতীয় অধিনায়কের মেয়ের জন্য নিজের সাইন করা জার্সিও পাঠালেন মেসি।
ধোনির ফুটবল প্রেম নতুন নয়। ছোটবেলা থেকেই বল পায়ে খেলতে ভালোবাসতেন তিনি। কিন্তু ভাগ্যের উপর কার হাত আছে? সময়ের সাথে ধোনি হয়ে গেলেন, ক্রিকেট বিশ্বের মহাতারকা। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার মেয়ে জিভাও কম যান না। বাবার মতো তারও ফুটবলের প্রতি ভালোবাসা দেখা যায় প্রায়ই। এবার সেই জিভাই উপহার পেলেন মেসির সাইন করা জার্সি।
ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মেসির সাইন করা জার্সি পড়া অবস্থায় জিভার একটি ছবি প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, প্রিয় ফুটবলারের সাইন করা জার্সি পেয়ে বেশ খুশি জিভা। ছবির ক্যাপশনে লেখা আছে, ” যেমন বাবা, তেমন মেয়ে। ” এই ক্যাপশন থেকেই বুঝা যায়, বাবাকে অনুসরণ করেই ফুটবলের প্রেমে মজেছেন জিভা। টেলিভিশন কিংবা মাঠে, সবসময় ছুটে যায় ফুটবলের কাছে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এর জন্য একটি নিজের সাইন করা জার্সি পাঠান মেসি। কাতার বিশ্বকাপের সময় জয়ের কাছে সেই উপহার আসে প্রজ্ঞান ওঝার মাধ্যমে। ভারতে মেসির জার্সি এবং শুভেচ্ছা বার্তা পাঠানোর কারণও আছে। যুব ভারতীতে খেলে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক জানেন, এশিয়ার দেশটিতে তাদের ভক্ত – সমর্থকের সংখ্যা অগণিত।
জয়ের জন্য মেসির সাইন করা জার্সি পাঠানো এবং শুভেচ্ছা বার্তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন প্রজ্ঞান। এসময় তিনি মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে জানান, ভারতের জন্য উপহার পাঠিয়ে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন মেসি। একইসাথে ফুটবলের ক্ষুদে জাদুকরের কাছে নিজের জন্যও একটি উপহার আশা করছেন প্রজ্ঞান।