আফগানিস্তানের সাথে হার দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই এটি একটি মন খারাপের দিন। তবে সেই দিনে সুসংবাদ শোনালেন টিম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারা এই ওপেনার জানালেন, সুস্থ হয়ে ওঠার খবর।
গেল জিম্বাবুয়ে সিরিজেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লিটন। এরপর সিরিজের বাকি ম্যাচগুলোয় নামা তো হয়নি, বরং পুনর্বাসনের জন্য দেশে ফেরত আসতে হয় তাকে। লিটনের পুনর্বাসনে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।
এশিয়া কাপে খেলতে না পারলেও সামনে রয়েছে বিশ্বকাপের মতো বড় আসর। সেই মিশনকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন লিটন। মিরপুরে চলছে ব্যাটিং বাদে অন্যসব ট্রেনিং, অনুশীলন। তবে দিন দুয়েকের মধ্যে ব্যাট হাতে নেটে ঢুকতে পারবেন তিনি। ফিজিও ইফতেখার ইফতির সঙ্গে বালুর উপর ট্রেনিং করেছেন লিটন এবং ইয়াসির আলী রাব্বিও। এরপর মিরপুর ৩০ মিনিট রানিংও করেন লিটন।
ইনজুরি থেকে নিজের সেরে ওঠা প্রসঙ্গে লিটন বলেন, ‘বালুর উপর ট্রেনিংটা করলাম নিজের ভারসাম্য বজায় রাখার জন্য। ব্যাটিং করার সময় এটা কিছুটা সাহায্য করে। আপাতত রানিং, জিম সেশন করছি। আশা করছি, দুই দিন পরেই ব্যাট হাতে মাঠে নামতে পারবো।’
চোট থেকে সেরে উঠতে বিসিবি ট্রেনার ইফতির অধীনে নিয়মিত অনুশীলন চলছে লিটন, ইয়াসির এবং নুরুল হাসান সোহানের। এই তিনজনের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে ট্রেনার জানান, ” ভারী কোনো কিছু করা হচ্ছে না। সেই সুযোগ নেই। সবার অবস্থা উন্নতির দিকে। তবে এটা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন ফিজিও।’
এশিয়া কাপের আগে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন লিটন। আফগানিস্তানের সাথে দলের ব্যাটিং বিপর্যয়ে লিটনের অভাব আরো স্পষ্ট বোঝা গেছে। তার সেরে ওঠার খবরে তাই টিম বাংলাদেশে বইছে স্বস্তির বাতাস। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে স্বরুপে ফিরবেন লিটন এমন প্রত্যাশা তার ভক্তদের।