Skip to main content

ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী

ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত বছর। কিন্তু ছাড়াছাড়ির পরও তার পিছু ছাড়েনি প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধাওয়ানের নামে কুৎসা ছড়াচ্ছেন আয়েশা। ধাওয়ানের সম্মানহানি করে তার ক্যারিয়ার বরবাদ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তার প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ধাওয়ান তার প্রাক্তন স্ত্রী আয়েশার বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আদালত ধাওয়ানের এই অভিযোগে সাড়াও দিয়েছে।

ধাওয়ানের অভিযোগ, গত বছর বিচ্ছেদ হওয়ার পর থেকেই আয়েশা তার নামে একের পর এক মিথ্যা অপপ্রচার করছে। তার ক্রিকেটীয় ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসের মালিক ধীরজ মালহোত্রাকে মেসেজ করে মিথ্যা কুৎসা রটাচ্ছে। আর এমন চলতে থাকলে ধাওয়ানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে হলে আশঙ্কা করছেন তিনি। তাই দিল্লির পাতিয়ালা হাউস আদালতে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন ভারতীয় এই ক্রিকেটার। 

এরপর ধাওয়ানের অভিযোগে সাড়া দিয়ে আয়েশার বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। বিচারক হরিশ কুমারের আদালতে বলা হয়েছে, ” আয়েশার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকতেই পারে। আর সেই অভিযোগ জানানোর পদ্ধতিও রয়েছে। আয়েশা সেই পদ্ধতি অবলম্বন করতে পারে। আদালতে এসে তার অভিযোগ শোনাতে পারে, আদালত তার ব্যবস্থা নেবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে কারও সম্মান নিয়ে তিনি খেলতে পারবেন না। ” 

আদালত থেকে আরও বলা হয়, ” সামাজিক যোগাযোগ মাধ্যমে ধাওয়ানকে নিয়ে কোনো কিছু লিখতে পারবেন না আয়েশা। সেই সাথে বলা হয়, ধাওয়ানের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা সতীর্থ কারও কাছে কোনো ধরনের মেসেজও দিতে পারবেন না আয়েশা। সংবাদ মাধ্যমে  ধাওয়ানের ব্যাপারে কথা বলার ব্যাপারেও আয়েশার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আয়েশা যদি এই আইন না মানেন এবং এরপরেও ধাওয়ানের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করেন করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছে আদালত৷  

উল্লেখ্য, ২০১২ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিখর ধাওয়ান এবং আয়েশা মুখোপাধ্যায়। যদিও তাদের পরিচয় সেই ২০০৯ সাল থেকে। বয়সে ১০ বছরের বড় আয়েশাকে ধাওয়ান প্রথম দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর পরেই অস্ট্রেলীয় প্রবাসী ভারতীয় আয়েশার প্রেমে হাবুডুবু খান এই ভারতীয় ক্রিকেটার। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শিখর ধাওয়ান আয়েশার দ্বিতীয় স্বামী। এর আগেও আয়েশার বিয়ে হয়েছিল এবং আগের পক্ষের দুই সন্তানও আছে। কিন্তু প্রেম কি আর কোনো বাঁধা মানে! দুই সন্তানসহ আয়েশাকে মেনে নিয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। যদিও শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে যায় তাদের।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান: ব্যাট হাতে গেম-চেঞ্জাররা

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান ব্যাট হাতে গেম-চেঞ্জাররা! SA20 2023-এর উদ্বোধনী আসরটি ক্রিকেটের এক দারুণ উৎসব ছিল, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর ছিল। এই প্রতিযোগিতার অসংখ্য...