BJ Sports – Cricket Prediction, Live Score

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন, পাকিস্তানি স্পিনার আফ্রিদি 

Pakistani spinner Afridi banned for corruption

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন, পাকিস্তানি স্পিনার আফ্রিদি 

এশিয়া কাপের ফাইনাল হারের ক্ষত পাকিস্তানের মন থেকে এখনো যায়নি। এরমধ্যে আরো এক মন খারাপের খবর, নিষিদ্ধ হয়েছেন দেশটির এক বোলার। জানা গেছে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসিফ ঠিক কি ধরনের দুর্নীতিতে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। বর্তমানে পাকিস্তানের ঘরোয়া লিগের দল খাইবার পাখতুনখাওয়ারের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এই স্পিনার।

গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে পাকিস্তান দলে ডাক পেলেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের। ধারনা করা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটের ফর্ম আরো কিছুদিন ধরে রাখলে পাকিস্তান দলে থিতু হতে পারতেন তিনি। তার আগেই তার বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ ওঠায় ক্রিকেট ক্যারিয়ারই পড়ে গেল হুমকির মুখে৷ 

আসিফের অপরাধ এবং তার উপর শাস্তির বিষয়টি জানিয়েছে পিসিবি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আচরণবিধি অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের দায়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে আসিফকে সেই নোটিশের জবাব দিতে হবে।’

পিসিবির নোটিশ থেকে এটাই অনুমেয়, এখন পর্যন্ত আসিফের বিরুদ্ধে বোর্ডের আনিত অভিযোগের প্রমাণ মেলেনি। বিষয়টি এখনো তদন্তাধীন। তবে এখন থেকেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকতে হবে আসিফকে। তদন্তের পর জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত।

উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ৩৫ টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে তার শিকার ১১৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে ৪২ ম্যাচে আফ্রিদির ঝুলিতে রয়েছে ৫৯ উইকেট।

Exit mobile version