Skip to main content

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন, পাকিস্তানি স্পিনার আফ্রিদি 

Pakistani spinner Afridi banned for corruption

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন, পাকিস্তানি স্পিনার আফ্রিদি 

এশিয়া কাপের ফাইনাল হারের ক্ষত পাকিস্তানের মন থেকে এখনো যায়নি। এরমধ্যে আরো এক মন খারাপের খবর, নিষিদ্ধ হয়েছেন দেশটির এক বোলার। জানা গেছে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসিফ ঠিক কি ধরনের দুর্নীতিতে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। বর্তমানে পাকিস্তানের ঘরোয়া লিগের দল খাইবার পাখতুনখাওয়ারের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এই স্পিনার।

গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে পাকিস্তান দলে ডাক পেলেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের। ধারনা করা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটের ফর্ম আরো কিছুদিন ধরে রাখলে পাকিস্তান দলে থিতু হতে পারতেন তিনি। তার আগেই তার বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ ওঠায় ক্রিকেট ক্যারিয়ারই পড়ে গেল হুমকির মুখে৷ 

আসিফের অপরাধ এবং তার উপর শাস্তির বিষয়টি জানিয়েছে পিসিবি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আচরণবিধি অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের দায়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে আসিফকে সেই নোটিশের জবাব দিতে হবে।’

পিসিবির নোটিশ থেকে এটাই অনুমেয়, এখন পর্যন্ত আসিফের বিরুদ্ধে বোর্ডের আনিত অভিযোগের প্রমাণ মেলেনি। বিষয়টি এখনো তদন্তাধীন। তবে এখন থেকেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকতে হবে আসিফকে। তদন্তের পর জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত।

উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ৩৫ টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে তার শিকার ১১৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে ৪২ ম্যাচে আফ্রিদির ঝুলিতে রয়েছে ৫৯ উইকেট।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...