BJ Sports – Cricket Prediction, Live Score

দলের কাজে না এলে রোহিত – কোহলি – রাহুলকে বাদ দিতে হবে : কপিল দেব

Virat Kohli and Rohit Sharma, the big names in Indian cricket, have been suffering from their batting for some days

Virat Kohli and Rohit Sharma, the big names in Indian cricket, have been suffering from their batting for some days

বেশ কয়েকদিন থেকেই ব্যাট হাতে ধুঁকছেন ভারতীয় ক্রিকেটের বড় নাম বিরাট কোহলি, রোহিত শর্মা। গত আইপিএলে তাদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যেন নিজেদের নামের পাশে মোটেও সুবিচার করতে পারছেন না এই তারকারা। এবার এই ক্রিকেটারদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানদের কড়া সমালোচনা করেছেন তিনি।

ইউটিউব শো আনকাটে কপিল বলেন, নিজের নামের পাশে সুবিচার করতে না পারলে বড় তারকা হয়ে কোন লাভ নেই। আনকাটে সাবেক এই অধিনায়ক রোহিত-কোহলিদের ব্যাপারে বলেন, ‘বড় খেলোয়াড় হিসেবে ওদের সুনাম রয়েছে, যেটা হয়ত ওদের চাপে রাখে। যদিও তেমনটা হওয়ার কথা নয়। আসলে তোমাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।

কপিল আরো বলেন ” এরা সবাই ১৫০-১৬০ স্ট্রাইক-রেটে রান তুলতে পারে। অথচ যখনই ওদের কাছ থেকে আমাদের রানের দরকার হয়, ওরা আউটে হয়ে বসে। ধীরেসুস্থে ২০-২৫ রান করার পরে যখন ইনিংসকে টেনে তোলার সময় হয়, ওরা আউট হয়ে যায়। এটা দলের উপর চাপ তৈরি করে। হয় তুমি অ্যাঙ্করের ভূমিকা পালন করো, নতুবা স্ট্রাইকারের।

আমি মনে করি প্রয়োগ কৌশলটা পালটানো দরকার। যদি সেটা না হয়, তবে খেলোয়াড় বদল করতে হবে। একজন বড় প্লেয়ারের কাছ থেকে বড় পারফর্ম্যান্স আশা করা হয়। শুধু বড় খেলোয়াড় হিসেবে খ্যাতি থাকলেই হয় না, তোমাকে দারুণ পারফর্ম্যান্সও মেলে ধরতে হবে।’

এছাড়াও আলাদাভাবে রাহুলের সমালোচনা করেছেন কপিল। তিনি বলেন, ‘লোকেশ রাহুলের দিকে তাকাও, ওকে যদি দল পুরো ২০ ওভার খেলে আসতে বলে, এবং তুমি যদি ৮০-৯০ রান করো, তাহলে ঠিক আছে। বাকি রান অন্য ব্যাটসম্যানরা করবে। তবে যদি ৬০ রানে নট-আউট থাকো, তবে তুমি দলের প্রতি সুবিচার করছ না মোটেও।

 

Exit mobile version