Skip to main content

দলের কাজে না এলে রোহিত – কোহলি – রাহুলকে বাদ দিতে হবে : কপিল দেব

Virat Kohli and Rohit Sharma, the big names in Indian cricket, have been suffering from their batting for some days

Virat Kohli and Rohit Sharma, the big names in Indian cricket, have been suffering from their batting for some days

বেশ কয়েকদিন থেকেই ব্যাট হাতে ধুঁকছেন ভারতীয় ক্রিকেটের বড় নাম বিরাট কোহলি, রোহিত শর্মা। গত আইপিএলে তাদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যেন নিজেদের নামের পাশে মোটেও সুবিচার করতে পারছেন না এই তারকারা। এবার এই ক্রিকেটারদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানদের কড়া সমালোচনা করেছেন তিনি।

ইউটিউব শো আনকাটে কপিল বলেন, নিজের নামের পাশে সুবিচার করতে না পারলে বড় তারকা হয়ে কোন লাভ নেই। আনকাটে সাবেক এই অধিনায়ক রোহিত-কোহলিদের ব্যাপারে বলেন, ‘বড় খেলোয়াড় হিসেবে ওদের সুনাম রয়েছে, যেটা হয়ত ওদের চাপে রাখে। যদিও তেমনটা হওয়ার কথা নয়। আসলে তোমাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।

কপিল আরো বলেন ” এরা সবাই ১৫০-১৬০ স্ট্রাইক-রেটে রান তুলতে পারে। অথচ যখনই ওদের কাছ থেকে আমাদের রানের দরকার হয়, ওরা আউটে হয়ে বসে। ধীরেসুস্থে ২০-২৫ রান করার পরে যখন ইনিংসকে টেনে তোলার সময় হয়, ওরা আউট হয়ে যায়। এটা দলের উপর চাপ তৈরি করে। হয় তুমি অ্যাঙ্করের ভূমিকা পালন করো, নতুবা স্ট্রাইকারের।

আমি মনে করি প্রয়োগ কৌশলটা পালটানো দরকার। যদি সেটা না হয়, তবে খেলোয়াড় বদল করতে হবে। একজন বড় প্লেয়ারের কাছ থেকে বড় পারফর্ম্যান্স আশা করা হয়। শুধু বড় খেলোয়াড় হিসেবে খ্যাতি থাকলেই হয় না, তোমাকে দারুণ পারফর্ম্যান্সও মেলে ধরতে হবে।’

এছাড়াও আলাদাভাবে রাহুলের সমালোচনা করেছেন কপিল। তিনি বলেন, ‘লোকেশ রাহুলের দিকে তাকাও, ওকে যদি দল পুরো ২০ ওভার খেলে আসতে বলে, এবং তুমি যদি ৮০-৯০ রান করো, তাহলে ঠিক আছে। বাকি রান অন্য ব্যাটসম্যানরা করবে। তবে যদি ৬০ রানে নট-আউট থাকো, তবে তুমি দলের প্রতি সুবিচার করছ না মোটেও।

 

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান: ব্যাট হাতে গেম-চেঞ্জাররা

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান ব্যাট হাতে গেম-চেঞ্জাররা! SA20 2023-এর উদ্বোধনী আসরটি ক্রিকেটের এক দারুণ উৎসব ছিল, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর ছিল। এই প্রতিযোগিতার অসংখ্য...