সময়টা এখন টি টোয়েন্টির। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে চলে ফ্রাঞ্চাইজি লিগ। বিনোদনের ফেরিওয়ালা হয়ে এসব দলে খেলে বেড়ান বিনোদনের ফেরিওয়ালারা। অল্প সময়ে দর্শকরা যেমন টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ উপভোগ করতে পারেন তেমনি বানিজ্যিক দিক দিয়েও লাভবান টি টোয়েন্টি ক্রিকেট।
এতদিন ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক। তাদের দল জোহানেসবার্গে খেলবেন ফাফ ডু প্লেসিস, মঈন আলি, মহেশ থিকসানার মতো ক্রিকেটাররা।একসময়ের চেন্নাইয়ের ঘরের ছেলে ছিলেন ডু প্লেসিস। গত মৌসুমে অবশ্য দল বদল করে খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
এদিকে জোহানেসবার্গের দলে ফিরে বেশ উচ্ছ্বসিত ডু প্লেসিস। এক সাক্ষাৎকারে তিনি বলেন ” আমি যখন সেখানেই খেলিনা কেন নিজের সেরাটা দিতে চাই। জাতীয় দলে খেলার সময় নিজের সেরাটা দিয়েছি। আইপিএলেই নিজের সেরটা দিয়েছি। এবার দক্ষিন আফ্রিকার লিগেও নিজের শতভাগ দিতে চাই “।
এদিকে ডুপ্লেসিসকে দলে পেয়ে খুশি মালিক পক্ষও।অতীত স্মৃতি রোমন্থন করে, চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথ বলেন, ‘আইপিএলে ১০ বছর ধরে চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডুপ্লেসিস। আমাদের দলের হয়ে ধারাবাহিক রান করেছে। আইপিএলে তাকে নিতে পারিনি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সেই সুযোগ খুঁজছিলাম। সুপার কিংস দলে ওকে পেয়ে আমরা খুশি।’
আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি লিগ। বর্তমান টি-টোয়েন্টির যুগে অন্যান্য দেশের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে এই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এমনকি ঘরোয়া লিগে ক্রিকেটারদের খেলাতে, এসময় অস্ট্রেলিয়া সফরও বাতিল করেছে তারা।
দক্ষিন আফ্রিকার এই লিগের দায়িত্বে আছেন গ্রায়েম স্মিথের মত তারকারা। অনেকেই তাই প্রত্যাশা করছেন সফল ভাবেই সম্পন্ন হবে এই লীগ।দেখা যাক এবার সেখাবে ডুপ্লেসিসরা কতোটা আলো ছড়াতে পারে।