পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২ জুনই ভারতে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই সিরিজটি। ভারতের অরুন জেটলি স্টেডিয়ামে ৯ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছে প্রোটিয়ারা। এবারের সিরিজের প্রোটিয়াদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের স্পিন জুটি। তাই এই দুইজনকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে তারা।
সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাটসম্যানদের চিন্তার কারণ ছিলেন এই জুটি। আসরের সর্ব্বোচ্চ উইকেট শিকারী হওয়ায় আইপিএলের পার্পল ক্যাপ উঠেছে চাহালের মাথায়। অন্যদিকে, দিল্লীর জার্সিতে ২১ উইকেট শিকার করেছেন কুলদীপ। এই দুইজনকে নিয়ে তাই প্রোটিয়ারা করছে আলাদা পরিকল্পনা এমনটাই জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
তিনি বলেন, ‘আমরা অতীতে একাধিকবার ওদের (কুলদীপ ও চাহাল) বিরুদ্ধে খেলেছি। এবার আশা করতে পারি যে আমরা ওদের আগের চেয়ে বেশি চিনেছি। আমরা ব্যক্তিগতভাবে ওদের আটকানোর জন্য পরিকল্পনা করছি, টিম মিটিংয়ে ওদের নিয়ে আলোচনা করছি।’
এই সিরিজ তাদের তরুণদের জন্যও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাউথ আফ্রিকান অধিনায়ক আরো বলেন, ‘দলের তরুণদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে ওরা কীভাবে সিনিয়রদের কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে নিতে পারে। কিন্তু, ওরা গত ১৮ মাসে যেভাবে স্লো বোলিং খেলা অনুশীলন করেছে, তাতে দল হিসেবে আমরা নিশ্চিত যে ভারতের স্পিন এবার আটকাতে পারব।’