BJ Sports – Cricket Prediction, Live Score

‘দক্ষিণ আফ্রিকা-২০’ লিগের সূচি প্রকাশ

South Africa-20

দক্ষিণ আফ্রিকা-২০

সময় এখন টি টোয়েন্টি ক্রিকেটের। এই ফরম্যাটের দাপটে অনেকেই মনে করেন জৌলুস হারাচ্ছে টেস্ট এবং ওয়ানডে। তবে সময়ের চাহিদা মেনে টি টোয়েন্টির প্রচার প্রসার বেড়েই চলছে। দক্ষিণ আফ্রিকায়ও প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে নতুন টিটোয়েন্টি লিগ।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছেদক্ষিণ আফ্রিকা২০ বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের কমিশনার গ্রায়েম স্মিথ। ১৯ সেপ্টেম্বর লিগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে বলেও জানান স্মিথ।

এদিকে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখন পর্যন্ত নির্ধারণ করেনি কর্তৃপক্ষ। তবে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারিফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই লিগ। দক্ষিণ আফ্রিকার এই লিগের দলগুলো কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মালিকরা। প্রতিটি দল জন করে খেলোয়াড়ও কিনে ফেলেছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দল গড়ার সময় সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় নিতে পারবে একটি দল। এরমধ্যে বিদেশী ক্রিকেটার থাকবেন জন। বাকি ১০ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার। এছাড়া দল গঠনে, খেলোয়াড় কেনার সময় সর্বোচ্চ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি২০ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অধিক অর্থের আশায় বিশ্বের বড় তারকারা ছুটছে আমিরাতের লিগে।

গ্রায়েম স্মিথ এই লীগের দায়িত্বে থাকায় অনেকেই সফলতা ব্যাপারে আশাবাদী। শেষ পর্যন্ত দক্ষিন আফ্রিকার টি টোয়েন্টি লিগ কতোটা সফলতার মুখ দেখবে তা হয়ত সময়েই বলে দেবে।

Exit mobile version