নিঃসন্দেহে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে বড় বড় অর্জন রয়েছে সিআরসেভেন এর ঝুলিতে। কিন্তু অধরা রয়ে গেছে বিশ্বকাপের ট্রফিটা। চলতি কাতার বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপটাকে রাঙাতে চেয়েছিলেন সিআর সেভেন, কিন্তু শেষ পর্যন্ত তার দল মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয়। তবে একটা বিশ্বকাপ না থাকলেও রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।
রোনালদোর প্রতি বিরাটের ভালোবাসা, আবেগ নতুন নয়। এর আগেও তার মুখে ফুটে উঠেছে সিআরসেভেন এর কথা। এমনকি রোনালদো যে তার আদর্শ এটাও অজানা নয় কারও। রোনালদোর ফুটবলের প্রতি আবেগ, তার পরিশ্রম, অধ্যবসায় সবকিছুই যেন মুগ্ধ করেছে কোহলিকে।
দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে কোহলি এখন বাংলাদেশে। শেষ ওয়ানডে খেলার পর প্রথম টেস্ট খেলার জন্য কোহলিরা এখন চট্টগ্রাম অবস্থান করছে। আর সেখানে বসেই সি আর সেভেনকে উদ্দেশ্য করে আবেগঘন এক পোস্ট করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি লিখেন, ” ফুটবল ও ফুটবল ভক্তদের জন্য তুমি যা করেছ, তা কোনো ট্রফি দিয়ে বিচার করা সম্ভব নয়। মানুষের ওপর তোমার কী প্রভাব, সেটা আমরা বুঝি, যখন তোমাকে আমরা খেলতে দেখি। সেটি কী, তা কোনো ট্রফি বিচার করতে পারবে না। এটা ঈশ্বরের আশির্বাদ। প্রতিবার তুমি মাঠে নেমেই নিজেকে উজাড় করে দাও। তুমি কঠিন অধ্যবসায় ও পরিশ্রমের প্রতীক। তুমি যেকোনো ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে সর্বকালের সেরা। “
মরক্কোর কাছে হেরে রোনালদোর পর্তুগালকে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর রোনালদো নিজের অনুভূতি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে তিনি লিখেন, ” দুর্ভাগ্যজনকভাবে স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি সবাইকে জানাতে চাই, অনেক কথা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে। তবে পর্তুগালের জন্য আমার নিবেদন এক মুহুর্তের জন্যও বদলায়নি। আমি সবসময় আরও একজন হয়ে সবার লক্ষ্যের জন্য লড়েছি। এ মুহুর্তে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার। যতক্ষণ পর্যন্ত টিকে ছিল, ততক্ষণ পর্যন্ত স্বপ্নটা সুন্দর ছিল। “
এদিকে রোনালদোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্বকাপের আসরে তাকে বেঞ্চে বসিয়ে রাখায় সমর্থকদের বিরাগভাজন হয়েছেন কোচ। রোনালদোর মত প্লেয়ারকে ম্যাচের প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রাখায় দল হেরেছে বলেও মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। কোচের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন রোনালদোর বান্ধবীও। গুঞ্জন রয়েছে কোচের সাথে দ্বন্দের জের ধরেই রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ।