টিম বাংলাদেশের অন্যতম দুই ভরসার নাম সাকিব আল হাসান, তামিম ইকবাল। তাদের বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। মাঠ এবং মাঠের বাইরে দুজনের গভীর বন্ধুত্ব থাকলেও এক দিকে দু‘জনের রয়েছে চরম অমিল। ফুটবলে দু‘জনের পছন্দ ভিন্ন দুই দল।
কাতার বিশ্বকাপে উত্তেজনায় কাপছে গোটা বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট তারকারা ও ভাসছে এই উত্তেজনার জোয়ারে। আর্জন্টিনা–ব্রাজিলের সমর্থক ছড়িয়ে আছে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও। গোটা দেশ যেন ভাগ হয়ে আছে ফুটবল পরাশক্তির এই দুই দলের সমর্থনে। সাকিব – তামিম ও ব্যতিক্রম নয়।
বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সমর্থন করেন আর্জেন্টিনা এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সমর্থন করেন ব্রাজিল। সাকিবের প্রিয় ফুটবলার লিওনেল মেসির খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়েছেন এই বিশ্বকাপেও। বাদ যাননি তামিমও। খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন তিনিও। টিকিট কেটে ফেলেছেন দুই তারকাই। কাতারের মাঠে প্রিয় দলের হয়ে গলা ফাটাবেন এই দুই ক্রিকেট তারকা।
সাকিবের প্রিয় আর্জেন্টিনা এবার বিশ্বকাপে প্রথম মাঠে নামবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। এরপর ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ব্রাজিল প্রথম মাঠে নামবে ২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। এরপর ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে তারা।