নেতৃত্বের পাকাপাকি দায়িত্ব পাওয়ার পর ৭টি ওয়ানডে সিরিজের ৬টিতেই জয়ী অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজে এই সিরিজ দিয়ে তামিমের নেতৃত্বে টানা পঞ্চম সিরিজ জয় করল বাংলাদেশ। সবগুলো ম্যাচেই কোন না কোনভাবে পারফর্ম করেছেন অধিনায়ক।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্য ছিল অনেক ছোট। তামিম এক প্রান্ত থেকে নির্ভরতা জুগিয়ে দলকে নিয়ে গেছেন জয়ের ঠিকানায়। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন তামিমের পারফরম্যান্সই তার অধিনায়কত্বের মূল শক্তি।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ডমিঙ্গো তুলে ধরলেন ব্যাটসম্যান তামিম কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য। তিনি বলেন, ‘দুর্দান্ত ক্রিকেটার, সব সংস্করণে তার রেকর্ড দারুণ। বিশেষ করে, রান তাড়ায় আমাদের জন্য সত্যিই সে ভালো ব্যাট করে আসছে। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ানে অপরাজিত ৮০ করে সে আমাদের জিতিয়েছে।
ডমিঙ্গো আরো বলেন ” টপ অর্ডারে এরকম অভিজ্ঞতা থাকা মানে তা মহামূল্যবান। সে বাজে বলের উপযুক্ত সাজা দেয়। তামিম এমন একজন ব্যাটসম্যান সে, বোলারদের চাপে রাখে। কারণ, রান করার অনেক পথ তার জানা আছে।
ডমিঙ্গো মনে করেন, অধিনায়ক তামিমকে সবথেকে বেশি সহায়তা করে ব্যাটসম্যান তামিমের পারফরম্যান্স। এছাড়াও দলের ভেতর সবসময় সেরা আবহটা বজায় রাখতে দল সংশ্লিষ্ট অনেক ব্যাপারেই নিজেকে সম্পৃক্ত রাখেন তামিম। ডমিঙ্গো বলেন, ‘সে এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে, নেতা হিসেবে যা মূল্যবান কাজগুলোর একটি।
ডমিঙ্গো আরো বলেন ” সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়। সে টিম মিটিং উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে।’