টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় গত টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেননা তিনি। এরপর ঘরের মাঠে ভারত সিরিজের আগেই ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শঙ্কা ছিল তার মাঠে ফেরা নিয়ে। তবে তামিমকে নিয়ে এবার সুখবর দিলেন বিপিএলে তার দল খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। ইনজুরি কাটিয়ে তামিম সম্পূর্ণ ফিট আছেন বলে জানিয়েছেন সুজন।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। বিপিএলে তামিমের দল খুলনা টাইগার্সের হয়ে অনুশীলনও করেছেন তামিম। শঙ্কা কাটিয়ে ব্যাট হাতে দলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়ে বার্তা দিচ্ছেন নিজের শতভাগ দিতে প্রস্তুত তিনি। তামিমের দল মাঠে নামার আগে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে। আর সেখানে তামিম কিছুক্ষন ব্যাটিং করে নিজেকে ঝালিয়েও নিয়েছেন। বিপিএলে তাই শতভাগ ফিট তামিমকে পাবেন বলেও জানিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ” ইনশাআল্লাহ তামিম দ্রুত সুস্থ হয়ে উঠেছে। আমি মনে করি সম্পূর্ণ ভালো অবস্থায় আছে ও। সে ব্যাংকক গিয়েছিল, সেখান থেকে তরতাজা হয়ে ফিরেছে। নেটেও ভালো ব্যাটিং করেছে গত দুইদিনে। আমিও বলেছি একটু স্লো যেতে যেহেতু আমাদের খেলা ৭ তারিখে। সে পেশাদার ক্রিকেটার। অনেক দিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে৷ তাই সে ভালোভাবেই জানে ইনজুরি কাটিয়ে আবার কিভাবে ফিট হতে হয়৷ বিপিএলে শুরু থেকেই তাকে পাচ্ছি আমরা। আশা করব সে নিজের শতভাগ দেবে।
খুলনা টাইগার্সে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান, দাসুন শানাকা, আভিস্কা ফার্ণান্দো, পল ম্যাক্রেন। সব খেলোয়াড়রা একে একে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। সবাইকে নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে বলে মনে করেন সুজন। সাক্ষাৎকারে সুজন আরো বলেন ” বিপিএলে সব দলেই শিরোপা জিততে চায়। দেশি, বিদেশি ক্রিকেটার মিলিয়ে আমাদের দলটাও ভালো হয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিপিএলে অবশ্যই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী আমরা “।
বিপিএল শুরু হয়েছে ৬ জানুয়ারি থেকে। ইতোমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭ দলের অংশগ্রহনে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপারে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে হাজির হওয়া এই টুর্নামেন্টে খালেদ মাহমুদের নজর এবার শিরোপার দিকে। গত আসরে বরিশালকে ফাইনালে তুলেও শিরোপার স্বাদ পায়নি তার দল। চারবার রানার্সআপ হওয়া এই কোচ এবার চ্যাম্পিয়নই হতে চান। এবার দেখা যাক তার হাত ধরে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় কিন খুলনা টাইগার্স।