বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে অন্যতম সুদর্শন ক্রিকেটার বাবর আজম। গোটা পাকিস্তান জুড়ে তার জনপ্রিয়তার কমতি নেই। ভক্ত – সমর্থকেরও অভাব নেই পাকিস্তানের এই অধিনায়কের। ক্রিকেট বিশ্বে খ্যাতি থাকার কারণে ক্রিকেটারদের খ্যাতির বিড়ম্বনায় পড়া তাদের জন্য নতুন কিছু নয়। মাঝে মধ্যেই তারা তাদের ভক্ত – সমর্থকদের পাগলাটে কর্মকান্ডের শিকার হন। এবার খ্যাতির বিড়ম্বনা এড়াতে এক বিয়ে বাড়ি থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের এই জনপ্রিয় অধিনায়ক। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
পিএসএলের আগে ক্রিকেট থেকে সাময়িক ছুটিতে যান বাবর আজম। আর এই ছুটিতে লাহোরে আম্পায়ার আলিম দারের ছেলের বিয়ের অনুষ্ঠানে যান, পাকিস্তানের এই অধিনায়ক। আর এই বিয়েতে গিয়েই বিড়ম্বনার শিকার হন পাকিস্তানের তারকা ক্রিকেটার। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত তরুনী ভক্তদের একের পর এক সেলফি আর অটোগ্রাফের শিকার হন এই পাকিস্তান অধিনায়ক। এই অবস্থা থেকে যেন বেরোতেই পারছিলেন না তিনি।
বিয়ের ওই অনুষ্ঠানে বাবর আজম ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক – বর্তমান অনেক ক্রিকেটাররা। ইমাম উল হক, হাসান আলী, আজহার আলী, মিসবাহ উল হকের মতো তারকা ক্রিকেটারদের দেখা গেছে সেখানে। কিন্তু সবার নজর পাকিস্তানের বর্তমান অধিনায়কের দিকে। বাবর নিজেও হয়তো ভাবতে পারেননি তিনি এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। বিয়ে বাড়িতে একদল নারী ভক্তরা তাকে ঘিরে ধরে একের পর এক সেলফির আবদার করলে একপ্রকার বিব্রতকর অবস্থায়ই পড়ে যান তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক প্রকার বিয়ে বাড়ি থেকে পালিয়ে বেঁচেছেন বাবর আজম। বিয়েতে উপস্থিত নারী ভক্তরা তাকে যে খুব একটা স্বস্তি দেয়নি সেটা বোঝাই যাচ্ছিল। তরুণীদের সেলফি থেকে বাঁচতে শেষ পর্যন্ত অনেকটা বিয়ে বাড়ি থেকে দৌঁড়ে পালিয়ে যান বাবর। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পর নেটিজেনদের কাছে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। তবে ভক্ত – সমর্থকরাও তার এই ভিডিও বেশ উপভোগই করেছেন।
অবশ্য মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে।নেটিজেনদের অনেকে বলছেন বাবর ঠিকই করেছেন, আবার অনেকে অহংকারীও বলছেন তাকে। তবে পাকিস্তানের এই অধিনায়কের ধ্যান জ্ঞান শেষ পর্যন্ত ক্রিকেটই। মাঠে তা প্রমাণও করেছেন তিনি। উল্লেখ্য ব্যাট হাতে গত বছর দারুণ ছন্দে ছিলেন। যার পুরস্কার হিসেবে আইসিসির খেতাবও পেয়েছেন। গত বছর ৯ টি ওয়ানডে ম্যাচে ৮৪.৮৭ গড়ে তিনি করেছেন ৬৭৯ রান। তিনটি সেঞ্চুরি আর পাঁচটি হাফ সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। একেতো জনপ্রিয় ক্রিকেটার, এরপর আবার অবিবাহিত এবং সুদর্শন, সাধে কি আর তরুনীরা বাবরকে কাছে পায়ে সেলফির আবদার করে?