BJ Sports – Cricket Prediction, Live Score

তরুণ প্রফুল্ল টাইগার-কিউই একে অপরের মুখোমুখি

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে সফর করছে। এই সফরটি আগামীকাল ০১ সেপ্টেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (ঢাকা) অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। সিরিজের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম টি20 ম্যাচ চারটি যথাক্রমে আগামী ৩, ৫, ৮, ও ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে বসতে যাচ্ছে।   

২০১০ সাল থেকে নিউজিল্যান্ড ও বাংলাদেশ মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সবগুলো ম্যাচেই নিউজিল্যান্ড জয় লাভ করেছে। সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে তিন ম্যাচের ঐ সিরিজে ব্ল্যাক ক্যাপসদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা।

এর আগে নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে অজিদের বিপক্ষে কিউইরা সিরিজটি ৩-২ এ জয়ী হয়েছিল। অপরদিকে বাংলাদেশও তাঁদের শেষ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলেছিল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে টাইগাররা ৪-১ সিরিজটি নিজেদের করে নিয়েছিল।

সর্বশেষ ৫টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে বাংলাদেশ ৩টি সিরিজে জয় লাভ করেছে। অন্যদিকে নিউজিল্যান্ড সর্বশেষ ৫টি টি20 সিরিজের মধ্যে ৪টি সিরিজেই জয় লাভ করেছিল। তবে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা এই সিরিজে না থাকায় দুই দলই তারুন্য নির্ভর খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে। তাই তরুণ খেলোয়াড়দের সাথে নিয়ে টি20 বিশ্বকাপ ২০২১ এর আগে একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ সিরিজ হবে বলে আশা করা যাচ্ছে।

তবে পরিসংখ্যানের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও দেশের ও দেশের বাইরের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের সাফল্যের কারণে বাংলদেশ দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠেছে। তাছাড়া এই বার টাইগারদের ঘরের মাটিতে খেলা। তাঁরা অবশ্যই তাঁদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কিউদের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ী হতে এবং সেই সাথে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে।

উল্লেখ্য আইসিসি এর টি-টোয়েন্টি রাঙ্কিং এ নিউজিল্যান্ডের অবস্থান ৩য় এবং বাংলাদেশ ১০ম স্থানে রয়েছে। তাই পয়েন্ট টেবিলের শক্ত অবস্থান তৈরি করতে হলে টাইগারদের এই সিরিজে কঠোর পরিশ্রম করতে হবে।

টি-20I দলের স্কোয়াড: 

বাংলাদেশ – মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, নুরুল হাসান, লিটন দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

নিউজিল্যান্ড – টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, রচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, উইল ইয়াং, কোল ম্যাককনকি, টম ব্লান্ডেল, ফিন অ্যালেন, হামিশ বেনেট, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, ডগ ব্রেসওয়েল, বেন সিয়ার্স, ম্যাট হেনরি

বাংলাদেশ ও নিউজিল্যান্ড টি-20I ম্যাচের সময়সূচি:

১ম টি
20I ০১ সেপ্টেম্বর, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর (ঢাকা), ১৬:০০ (GMT +6)
২য় টি20I ০৩ সেপ্টেম্বর, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর (ঢাকা), ১৬:০০ (GMT +6)
৩য় টি20I০৫ সেপ্টেম্বর, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর (ঢাকা), ১৬:০০ (GMT +6)
৪র্থ টি20I০৮ সেপ্টেম্বর, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর (ঢাকা), ১৬:০০ (GMT +6)
৫ম টি20I১০ সেপ্টেম্বর, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর (ঢাকা),১৬:০০ (GMT +6)


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয়ের নজির খুঁজছে বাংলাদেশ। ম্যাচের আপডেট জানতে, Baji -র সাথেই থাকুন!

Exit mobile version