BJ Sports – Cricket Prediction, Live Score

তবে কি জাতীয় দলে ফিরছেন অ্যালেক্স হেলস?

Alexander Daniel Hales is an English cricketer.

Alexander Daniel Hales is an English cricketer.

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন অ্যালেক্স হেলস। তবে হেলসকে আবারো জাতীয় দলের বিবেচনায় নিতে চান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারার মূল কারণ, হেলসের শৃঙ্খলা ভঙ্গ। দলের সাথে থাকাকালীন বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে হেলসের বিরুদ্ধে।

তাই তো হেলসের দিকে সুনজর দিচ্ছে না ইসিবি তথা দেশটির সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। এবার রব কি’র সুনজরে হয়তো সুদিন ফিরে পেতে যাচ্ছেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে হেলসকে। তবে সেটা নির্ভর করবে হেলসের পারফরম্যান্সের উপর। ভালো খেলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে তাকে।

৩৩ বছর বয়সী হেলসকে জাতীয় দলের বিবেচনায় রাখতে যা যা করণীয়, তার সবটাই করবেন বলে জানিয়েছেন রব। সেটার জন্য প্রধাণ ভূমিকা রাখতে হবে হেলসকে। ব্যক্তিত্বে সুশৃঙ্খলতা আনার পাশাপাশি নিজের ক্রিকেটীয় ফর্মটাও দেখা হবে তার। এই দুই পরীক্ষায় পাশ করলেই হয়তো খুব শীঘ্রই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে হেলসের জন্য। রবের কথায় অন্তত এটুকু আশা করতেই পারেন হেলস।

ইসিবির নতুন দায়িত্বে এসে নানান দিক নিয়ে কাজ করছেন রব। তার অংশ হিসেবে এবার দলের অন্যতম তারকা ক্রিকেটার হেলসকে নিয়ে মুখ খুলেছেন তিনি। রব বলেছেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। তবে হেলসকে আমি দল নির্বাচনের জন্য বিবেচনায় রাখব। সে তার সাজা ভোগ করেছে। তবে এর মানে এ নয় যে, হেলস জাতীয় দলে ফিরছেন! সেটা ভিন্ন আলোচনা।’

মারকুটে এই ব্যাটসম্যান সর্বশেষ ইংলিশদের জার্সিতে খেলতে নেমেছেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর ড্রাগ টেস্টে পাশ মার্ক না পাওয়ায় বাদ পড়েন ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ থেকেও। সেসময় ২১ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। এছাড়া ড্রেসিংসের পরিবেশ নষ্ট করার দায়ে অধিনায়ক মরগানের আস্থাও হারান হেলস।

যার কারণে তাকে দল থেকে বাদ দিতে দুইবার ভাবেননি মরগান। এবার অবশ্য ভাগ্য পাল্টানোর আভাস পাওয়া গেলেও তা কতটুকু বাস্তব হয় সেটা নিয়ে আছে সন্দেহ। কারণ, হেলসের জায়গায় এতোদিনে রাজত্ব সাজিয়ে বসেছেন অন্যরা। বর্তমানে খেলতে থাকা ইনফর্ম জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান কিংবা জনি বেয়ারস্টোদের টপকানো বেশ কঠিন কাজ হবে। সেই কঠিন কাজটি করতেই পারলেই মিলবে হেলসের সফলতা।

Exit mobile version